‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৩ জানুয়ারী ২০২৩

৪:০২:৫৬ PM
1335710

২০২৩ সালে ইরানের তেল বিক্রির রাজস্ব ২৭০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে

চলতি ২০২৩ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল বিক্রির রাজস্ব ২৭০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। জাতীয় সংসদের একটি রিপোর্টে এই সম্ভাবনার কথা বলা হয়েছে।

ওই রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালেও আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ বেশ কঠিন হবে এবং নিষেধাজ্ঞার কারণে গত বছরের চেয়ে এ বছর তেল উৎপাদনের সক্ষমতা কিছুটা কমতে পারে।

ইরানের জাতীয় সংসদের গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত এই রিপোর্টে দেখানো হয়েছে যে, ২০২৩ সালে ইরান প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল বিক্রি করতে পারবে। ওই রিপোর্টে ধারণা দেও হয়েছে- ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক তেলের বাজারে অনিশ্চয়তা আরও বাড়বে।
রিপোর্টে আরো বলা হয়েছে, ইরানের অপরিশোধিত তেল বিক্রির ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব অব্যাহত থাকবে এবং ২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনর্বহাল করার সম্ভাবনার কারণে ইরানের ওপরে নিষেধাজ্ঞার চাপ বাড়বে।
এদিকে, এই রিপোর্টের ভিত্তিতে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ২০২৩ সালে ইরান প্রতি ব্যারেল তেল ৮০ ডলারের কমে বিক্রি করবে এবং বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির সম্ভাবনা খুবই ক্ষীণ।#

342/