‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৬ জানুয়ারী ২০২৩

৩:০৯:১৩ PM
1336328

ইরানের মহাকাশ শিল্পের অর্জন প্রমাণ করে পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, দেশের মহাকাশ শিল্পগুলোর অর্জন দেখলে একথা পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইরানকে একঘরে করার চক্রান্ত সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

রাজধানী তেহরানে দেশের সুপ্রিম স্পেস কাউন্সিলের দ্বিতীয় বৈঠকে দেয়া বক্তৃতায় এ কথা বলেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, মহাকাশ শিল্পের উন্নতির দিক থেকে বলা যায়, পৃথিবীতে খুব অল্প সংখ্যক দেশ রয়েছে যারা মহাকাশযান তৈরির প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, দেশের টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারের ক্ষেত্রে কিছু দেশ যে শত্রুতামূলক আচরণ করছে সেগুলো নস্যাৎ করার জন্য পৃথিবীর কক্ষপথে আরো উপগ্রহ স্থাপন করবে তেহরান।

ইরান ২০০৯ সালে সর্বপ্রথম ওমিদ বা আশা নামে একটি স্যাটেলাইট মহাকাশে পাঠায়। এরপর ২০১১, ১২, ২০ এবং ২০২২ সালে বেশ কয়েকটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে।

প্রেসিডেন্ট রায়িসি তার বক্তৃতার বলেন, শত্রুরা বারবার ইরানের মহাকাশ কর্মসূচিকে সামরিক উদ্দেশ্য পরিচালিত কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ বলে চিহ্নিত করার চেষ্টা করেছে কিন্তু তাদের সে চেষ্টা বানচাল হয়েছে। 

প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরানের যে সমস্ত শিল্প কারখানা দ্রুত অগ্রগতি লাভ করছে মহাকাশ শিল্প তার অন্যতম এবং এটি দেশের সম্পদে পরিণত হয়েছে। দেশের সামগ্রিক শক্তি অর্জনের ক্ষেত্রে এই সম্পদ ভূমিকা রাখবে। এছাড়া, মহাকাশ গবেষণা বিষয়ক বিজ্ঞানকে বিশ্বের দ্রুত বিকাশ অর্থনৈতিক ও বাণিজ্যিক খাত বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট রায়িসি।#

342/