‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৩ জানুয়ারী ২০২৩

৩:৪৯:১৩ PM
1338131

পারস্য উপসাগরের ৩ দ্বীপ নিয়ে কেউ হস্তক্ষেপের সুযোগ পাবে না: আয়াতুল্লাহ খাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, পারস্য উপসাগরের তিনটি দ্বীপ ইরানের অবিচ্ছেদ্য অংশ, চিরকালই সেগুলো ইরানের থাকবে। কেউ এ ক্ষেত্রে হস্তক্ষেপের সুযোগ পাবে না।

তিনটি দ্বীপ নিয়ে পারস্য উপসাগরীয় কয়েকটি দেশের কর্মকর্তাদের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। পারস্য উপসাগরে অবস্থিত তিনটি ইরানি দ্বীপ তুম্বে বুজুর্গ, তুম্বে কুচাক ও বুমুসা-কে নিজের বলে দাবি করে থাকে সংযুক্ত আরব আমিরাত।

আয়াতুল্লাহ খাতামি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় পারস্য উপসাগরকে ভিন্ন নামে উল্লেখ করার সব ধরণের তৎপরতার নিন্দা জানিয়ে বলেন, সবচেয়ে পুরনো নথিতেও এই উপসাগরকে পারস্য উপসাগর হিসেবে উল্লেখ করা হয়েছে।

তেহরানের জুমার নামাজের খতিব ইরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়ে বলেন, ইউরোপ, আমেরিকা এবং তাদের মিত্ররা ইরানকে বিশ্বে একঘরে করার লক্ষ্যে নিষেধাজ্ঞার প্রতিযোগিতা শুরু করেছে, কিন্তু তারা কখনো এই লক্ষ্য অর্জন করতে পারবে না।

ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো'র অবমাননাকর কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, এই অশ্লীল পত্রিকাটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতাকে অসম্মান করে কোটি কোটি মুসলমানের বিশ্বাসে আঘাত হেনেছে। #

342/