‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৩ জানুয়ারী ২০২৩

৩:৪৯:৪০ PM
1338132

শত্রুরা সহিংসতার মাধ্যমে ইরানিদেরকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে পারেনি: সর্বোচ্চ নেতা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতিক সহিংসতার সময়কার শত্রুদের ভুল হিসাব-নিকাশের কথা তুলে ধরে বলেছেন, ইরানের সরকারকে উৎখাত এবং ইসলামি প্রজাতন্ত্রকে বিভক্ত করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে একদল ধর্মীয় কবি ও আহলে বাইতের জীবনী বর্ণনাকারী সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের সাথে আলোচনায় একথা বলেন।

সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা ধারণা করেছিল যে, ইরানের জনগণ নিজেদের অর্থনৈতিক সংকটের কারণে তাদের ষড়যন্ত্রে পা দিয়ে বিপর্যয় এবং বিচ্ছিন্নতাবাদের দিকে এগিয়ে যাবে। শত্রুরা ভেবেছিল যে, তারা হয়তো ইরানি কর্মকর্তাদেরকে বিভিন্ন ধরনের অপমানজনক কথাবার্তা বলে নিষ্ক্রিয় করতে পারবে এবং গোলযোগ সৃষ্টি করে দেশের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের ভেতরে বিভেদের বীজ বপন করতে পারবে।

সর্বোচ্চ নেতা আরো বলেন, শত্রুরা এও ভেবেছিল যে, তারা আমেরিকার একটি ভাড়াটে রাষ্ট্র পেট্রোডলার খরচ করে ইসলামি প্রজাতন্ত্রের ক্ষতি করতে পারবে এবং ইরানের তরুণদেরকে ভাড়াটে হিসেবে ব্যবহারের মাধ্যমে হতাশাগ্রস্ত করে অন্য দেশগুলোতে আশ্রয় প্রার্থনায় উৎসাহী করে তুলবে। কিন্তু এই ক্ষেত্রে তারা ভুল করেছে এবং কেউ তাদের কথায় কান দেয়নি। এ ক্ষেত্রে তাদের ভুল হয়েছে এই কারণে যে, তাদের সমস্ত উপায় উপকরণ জড়ো করলেও ইসলামিক প্রজাতন্ত্র তার চেয়ে বেশি শক্তিশালী এবং ষড়যন্ত্র মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ।
সর্বোচ্চ নেতা বলেন, গত ৪০ বছর ধরে শত্রুরা ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য সব ধরনের চেষ্টা-প্রচেষ্টা চালিয়েছে কিন্তু তারা এখন পর্যন্ত পরাজিতই হয়েছে, কারণ তাদের হিসাব-নিকাশ ছিল ভুল এবং তারা ভবিষ্যতেও পরাজিত হবে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সতর্ক করে বলেন, শত্রুদের ভুল হিসাব নিকাশে গর্ব করে বা উদাসীন না হয়ে বরং দেশবাসীকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে ঐক্য ও আশা ধরে রাখতে হবে। সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, শত্রুদেরকে হতাশ করে দিতে পারলেই দেশকে শক্তিশালী করে গড়ে তোলা যাবে।

তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, 'যেদিন আপনাদের শক্তিশালী অবস্থান শত্রুদেরকে হতাশ করে দিতে পারবে সেদিন আপনারা স্বস্তি পাবেন।'#

342/