‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৪ জানুয়ারী ২০২৩

৩:০৮:২৩ PM
1338320

রাশিয়া ও চীনকে নিয়ে আঞ্চলিক জোট গঠনের প্রচেষ্টা জোরদার করেছেন মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন। এই জোটে থাকবে লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো যাদের সঙ্গে রাশিয়া এবং চীনের সম্পর্ক হবে অত্যন্ত ঘনিষ্ঠ।

গতকাল (শুক্রবার) ভেনিজুয়েলার জাতীয় সংসদে দেয়া ভাষণে মাদুরা বলেন, তিনি সম্প্রতি ব্রাজিল, কলম্বিয়া এবং আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে নতুন আঞ্চলিক সংস্থা গড়ে তোলার ব্যাপারে আলোচনা করেছেন।

মাদুরা বলেন, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে এবং লাতিনা আমেরিকা ও ক্যারিবিয় অঞ্চলকে একটি আন্তর্জাতিক শক্তিশালী রাজনৈতিক জোটে পরিণত করার উপায় এগিয়ে নিতে হবে। এই জোট হবে অর্থনৈতিকভাবে শক্তিশালী জোট যারা বিশ্বের সামনে দৃঢ়ভাবে কথা বলবে।

প্রেসিডেন্ট মাদুরা বলেন, সম্ভাব্য নতুন এই জোট ক্ষমতার নতুন মেরু তৈরি করবে এবং রাশিয়া ও চীনের সঙ্গে মিত্রতার সম্পর্ক রাখবে। চীন এবং রাশিয়ার নেতাদেরকে মাদুরো বড় ভাই হিসেবে সম্বোধন ধরেন। মাদুরে জোর দিয়ে বলেন, এই ধরনের নতুন বিশ্ব গড়ে তোলার জন্য লাতিন আমেরিকা এবং ক্যারিবিয় অঞ্চলের দেশগুলোর সমন্বয়ে একটি জোট গঠন করা অপরিহার্য।#


342/