‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৬ জানুয়ারী ২০২৩

৫:১২:৪১ PM
1339001

পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ তেল রপ্তানি করেছে ইরান: বার্তা সংস্থা

বিগত পাঁচ বছরের মধ্যে তেল রপ্তানিতে সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করেছে ইরান। ২০১৮ সালের মে মাসে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা করে। তখন থেকে এ পর্যন্ত ইরান এত বেশি তেল আর কখনও রপ্তানি করেনি।

কয়েকটি আন্তর্জাতিক ট্যাংকার-ট্র্যাকিং সংস্থার বরাত দিয়ে বার্ত সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। সংস্থাটি বলেছে, ২০২২ সালের শেষভাগে ইরানের সর্বোচ্চ  তেল বিক্রি হয় এবং ২০২৩ সালের শুরুতেও তেল রপ্তানি বৃদ্ধির হার অব্যাহত আছে। ভেনিয়াজুলা ও চীনে অতিরিক্ত তেল পাঠাচ্ছে ইরান।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানি সংক্রান্ত কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো ইরান থেকে ছেড়ে যাওয়া তেল ট্যাংকারের পরিসংখ্যান থেকে তেল বিক্রির পরিমান সম্পকে ধারনা লাভ করেছে। সংস্থাগুলো বলছে, ২০২১ সালের মাঝামাঝি থেকেই ইরানের তেল রপ্তানি বাড়তে শুরু করে যা এখনও অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক ট্যাংকার-ট্র্যাকিং সংস্থা কেপলার জানিয়েছে, ২০২২ সালের নভেম্বরে ইরান দৈনিক ১২ লাখ ৩০ হাজার ব্যারেল তেল রপ্তানি করেছে যদিও ডিসেম্বরে তা ১০ লাখ ব্যারেলে নেমে আসে। কিন্তু বিগত পাঁচ বছরে এত বেশি তেল ইরান কখনও রপ্তানি করতে পারেনি।#

342/