‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২১ জানুয়ারী ২০২৩

৬:৩৩:০৯ PM
1340038

‘আইআরজিসি না থাকলে সন্ত্রাসবাদের আগুন ইউরোপকে গিলে ফেলতো’

ইরানের ইসলাামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, যদি আইআরজিসি না থাকতো তাহলে সন্ত্রাসবাদের আগুনে এতদিন ইউরোপকে গিলে ফেলতো। আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব পাস হওয়ার প্রতিবাদে জেনারেল সালামি এসব কথা বলেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতীতের ভুলের খেসারত ইউরোপ মহাদেশকে দিতে হবে। ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফের সঙ্গে এক বৈঠকের পর জেনারেল সালামি এসব কথা বলেন। আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার বিষয়টি নিয়েই মূলত বৈঠকে আলোচনা হয়।

সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে আইআরজিসি’র বিশেষ করে কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ভূমিকার প্রশংসা করে জেনারেল সালামি বলেন, তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সবচেয়ে বড় ও শীর্ষস্থানীয় ভূমিকা রেখেছেন। যদি আইআরজিসি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে নির্মূল অভিযান না চালাতো তাহলে আমেরিকার সৃষ্টি করা এই গোষ্ঠী ইউরোপকে গিলে ফেলতো।#

342/