‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৮ জানুয়ারী ২০২৩

৫:২৫:৫১ PM
1341727

আজারি দূতাবাসে হামলা: পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ প্রেসিডেন্ট রায়িসির

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তেহরানস্থ আজারবাইজান দূতাবাসে হামলার নিন্দা জানিয়ে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। শুক্রবার সকালের ওই হামলায় দূতাবাসের নিরাপত্তা প্রধান নিহত ও অপর দুই রক্ষী আহত হয়েছেন। নিহত ব্যক্তি আজারবাইজানের নাগরিক।

প্রেসিডেন্ট রায়িসির রাজনৈতিক সহকারী মোহাম্মাদ জামশিদি এক টুইটার পোস্টে লিখেছেন, “আমরা  আমাদের ভ্রাতৃপ্রতীম প্রতিবেশী আজারবাইজানের দূতাবাসের প্রবেশ দ্বারে হামলা নিন্দা জানাই।” 

তিনি বলেন, প্রেসিডেন্ট রায়িসি এ ঘটনার ‘পুঙ্খানুপুঙ্খ’ তদন্তের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে নিহতের পরিবার, আজারবাইজানের সরকার এবং জনগণকে শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি আহত দুই রক্ষীর দ্রুত আরোগ্য কামনা করেছেন ইরানের প্রেসিডেন্ট।

তেহরান পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন রাহিমি বলেছেন, শুক্রবার সকালে এক ব্যক্তি আজারবাইজান দূতাবাসে প্রবেশ করে আগ্নেয়াস্ত্রের সাহায্যে গুলি চালায়। পরে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে জেনারেল রাহিমি জানান, হামলাকারী ব্যক্তি একজন ইরানি নাগরিক এবং তিনি আজরবাইজানের এক নারীকে বিয়ে করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি এ জঘন্য কাজ করেছেন। এ হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলেও জানান তেহরানের পুলিশ প্রধান।

তবে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের তেহরান দূতাবাসে হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যায়িত করে শুক্রবারই বাকুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে। রাষ্ট্রদূতের কাছে আজারবাইজান সরকারের পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দার কথা জানানো হয়।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ হামলার আশু তদন্ত কামনা করেছেন। তিনি তার দেশের কূটনৈতিক মিশনে হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেন। এ ঘটনার জের ধরে আজারবাইজান সরকার তেহরান দূতাবাস থেকে তার সব স্টাফকে বাকুতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।#

342/