‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৩ ফেব্রুয়ারী ২০২৩

১১:৫৯:৪৭ AM
1343259

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে কোনো সংকট নেই: ইব্রাহিম রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ পরিচালনার লক্ষ্যে শত্রুরা যে প্রচেষ্টা চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে। ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে কোনো সংকট নেই বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানী তেহরানের অদূরে শাহ আব্দুল আজিমের মাজার জিয়ারত করতে গিয়ে প্রেসিডেন্ট রায়িসি এ মন্তব্য করেন। তিনি পাশ্চাত্যকে উদ্দেশ করে বলেন, “তারা হিসাবে ভুল করেছে। তারা আমাদের অঞ্চলে বিভিন্ন অজুহাতে সহিংসতা ও দাঙ্গা ছড়িয়ে দিয়েছে এবং আমাদের জনগণ তাদেরকে ভালো করে চেনে।” তিনি ইরানের তেল রপ্তানির পরিমান জানিয়ে বলেন, “শত্রুরা ভেবেছিল তারা আমাদের বাণিজ্য বন্ধ করতে দিতে পারবে কিন্তু তা করতে তারা ব্যর্থ হয়েছে। আজ আমাদের বৈদেশিক বাণিজ্য ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”

সকলের সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় ইরান কঠিন অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, “আমরা বহুবার বলেছি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক দিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই।”

ইব্রাহিম রায়িসি বলেন, যেসব ইউরোপীয় দেশ ইরানি জনগণের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ ও নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে তারা পরোক্ষভাবে একটি বার্তাই দিতে চায় আর তা হলো, ‘এসো আমরা আলোচনায় বসি।’ কিন্তু ইরানি জনগণ তাদের শত্রুদের ফাঁদে পা না দিয়ে নিজেরাই তাদের সব সমস্যার সমাধান করে ফেলবে।#

342/