‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৬ ফেব্রুয়ারী ২০২৩

৪:২৫:২৭ PM
1344122

সর্বোচ্চ নেতা বন্দীদের ক্ষমার মাধ্যমে শত্রুদের ষড়যন্ত্র নস্যাত করেছেন: ইরানের সংসদ স্পিকার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ আজ (সোমবার) বলেছেন, সর্বোচ্চ নেতা ক্ষমা ঘোষণার মাধ্যমে শত্রুদের ষড়যন্ত্র নস্যাত করেছেন।

ইসলামি বিপ্লব বার্ষিকী ও পবিত্র রজব মাস উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বহু বন্দীকে ক্ষমা করার পর তিনি এ মন্তব্য করলেন।

কলিবফ আরও বলেছেন, একজন বাবা যেমন তার সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন ঠিক তেমনি সর্বোচ্চ নেতাও একজন বাবার মতো ক্ষমা প্রদর্শন করেছেন। এর মাধ্যমে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। শত্রুরা প্রতারণার শিকার প্রতিবাদী তরুণদেরকে সংঘবদ্ধ সহিংসতাকামী চক্রের অংশে পরিণত করার ষড়যন্ত্র করছিল। 

সর্বোচ্চ নেতা সাম্প্রতিক সহিংসতার প্রথম থেকেই আবেগেরে বশে এবং প্রতারণায় পড়ে যারা এতে যুক্ত হয়েছে তাদের সঙ্গে সংঘবদ্ধ সহিংসতাকামী চক্রকে গুলিয়ে না ফেলার আহ্বান জানিয়ে আসছিলেন।

একই সঙ্গে আজ ইরানের সংসদ স্পিকার তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।#

342/