‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২৮ সেপ্টেম্বর ২০২৩

৩:১৫:০৭ AM
1396315

বাহরাইনের মসজিদ ধ্বংসের হীন ষড়যন্ত্রের প্রতি আয়াতুল্লাহ গুরাইফির নিন্দা

আয়াতুল্লাহ গুরাইফি বলেছেন, বাহরাইনে মসজিদ, হোসাইনিয়াহ এবং ইবাদতের স্থান নির্মাণের ব্যাপারে যে আইনী জটিলতা উদ্ভূত হয়েছে তা একটি অত্যন্ত উদ্বেগজনক।

আহলে বাইত (আঃ) বার্তা সংস্থা (আবনা): আয়াতুল্লাহ সৈয়দ আবদুল্লাহ গুরাইফি মানামার আল-কুফুল অঞ্চলে ইমাম সাদিক (আঃ) মসজিদে তার সাপ্তাহিক বক্তব্যে মসজিদের আইনি নিবন্ধন সম্পর্কে বাহরাইন সরকার কর্তৃক সৃষ্ট জটিলতার প্রতি ইঙ্গিত করে বলেন: মসজিদ, হোসাইনিয়াহ এবং ইবাদতের স্থান নির্মাণের ব্যাপারে যে আইনী জটিলতা উদ্ভূত হয়েছে তা একটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়। বিশেষ করে এই ইবাদতের স্থানগুলোর উল্লেখযোগ্য সংখ্যকের ইতিহাস শত বছরের, এ কারণে অফিসিয়াল দলিলপত্র না থাকাটাই স্বাভাবিক, ফলে এগুলো আইনী জটিলতার মুখোমুখি হতে পারে। তবে কি দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও অফিসিয়াল দলিলপত্র না থাকায় সেগুলোকে ধ্বংস করা হবে?!

তিনি উল্লেখ করেছেন যে, তারা যদি সদুদ্দেশ্য নিয়ে আইন প্রণয়ন করে থাকে, তবে এতে কোন আপত্তি নেই; কিন্তু, তারা যদি বাহরাইনের ধর্মীয় পরিচয়কে বিপন্ন করার হীন ষড়যন্ত্র করে তবে তা বরদাস্ত করা হবে না।

তার সংযোগ, একশত বছর, দুইশত বছর বা তারও বেশি সময়ের একটি ধর্মীয় ভবন একটি দেশের জন্য গর্বের এবং এটি দেশের ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয় বহন করে।

আয়াতুল্লাহ গুরাইফি তার বক্তৃতার আরেকটি অংশে ইসলাম বিরোধী ষড়যন্ত্রমূলক কাজের বিস্তারের বিপরীতে নীরব থাকা বৈধ নয় বলে উল্লেখ করে বলেন, ‘ইসলাম বিরোধী ষড়যন্ত্র বাড়ছে, অথচ আমরা নীরব। অশ্লীলতা ও সমকামিতার প্রচার করা হচ্ছে, অথচ আমরা নীরব। ইসলামের শত্রুদের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে, আমরা নীরব। সংকট চলতে থাকে, তবুও আমরা কিছু বলি না। দেশ বিদেশীদের দ্বারা পূর্ণ হচ্ছে, অথচ আমরা নীরব। সাধারণ মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করছে, কিন্তু আমরা নীরব। যখন বন্দীরা বিচারের জন্য চিৎকার করছে তখনও আমরা নীরব থাকি।

তার এ মন্তব্য বাহরাইন ও বাহবারইনী জনগণের আত্মমর্যাদা ও সম্মানের লক্ষ্যে -এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরাই আমাদের দেশের প্রকৃত প্রেমিক এবং আমরা এর জন্য মঙ্গল ও সমৃদ্ধি চাই। আমরা আমাদের দেশের জন্য নিরাপত্তা ও শান্তি চাই, আমরা সম্প্রীতি এবং হৃদয়ের ঘনিষ্ঠতা চাই। আর এগুলোর বাস্তবায়ন থাকলে আমাদের দেশ মর্যাদা ও নিরাপত্তা লাভ করবে এবং আরও শক্তিশালী হবে।#176S