‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IQNA
বুধবার

২৪ জুলাই ২০২৪

৬:৩৯:০৫ PM
1474268

গাজায় ১৬,০০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরাইল: মিডিয়া অফিস

ইকনা: ইহুদিবাদী ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ১৬ হাজার শিশুকে হত্যা করেছে। শিশুসহ শহীদ ফিলিস্তিনির সংখ্যা ৩৯ হাজার বলে গাজায় হামাস নিয়ন্ত্রিত সরকারি মিডিয়া অফিস জানিয়েছে।

  এক বিবৃতিতে জানানো হয়, যুদ্ধে প্রায় ৯০ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এছাড়া প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। মিডিয়া অফিসের বিবৃতিতে আরও জানানো হয়, গাজায় অপুষ্টির কারণে ৩৪টি শিশু মারা গেছে। এছাড়া, ১৭ হাজার শিশু মা কিংবা বাবা অথবা উভয়কেই হারিয়েছে। এই পরিসংখ্যানগুলো সম্প্রতি একটি শীর্ষস্থানীয় মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। যেখানে অনুমান করা হয়েছে যে, ইসরাইলের গণহত্যা অভিযানে নিহতের সংখ্যা এক লাখ ৮৬ হাজার বা তারও বেশি হতে পারে, যা গাজার মোট জনসংখ্যার ৭.৯ শতাংশ।   চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্রিটেনভিত্তিক স্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেট বলেছে, এই পরিসংখ্যানে ইসরাইলি হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ মৃত্যু এবং গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আল-আকসা তুফান অভিযান শুরুর পর ইসরাইল শাসকগোষ্ঠী অধিকৃত অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা শুরু করে। গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে ফিলিস্তিনি ভূখণ্ডে খাদ্যসামগ্রী, ওষুধ, বিদ্যুৎ এবং পানির প্রবাহকে কমিয়ে দেয়।#

342/