সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুদ্রা ডলারকে আন্তর্জাতিক লেনদেন থেকে বাদ দেয়ার বিষয়ে ব্রিকস জোটের বিরুদ্ধে যে হুশিয়ারি দিয়েছেন তার জবাবে এ কথা বলেছেন পুতিন। এ খবরসহ তুলে ধরছি বিশ্বের কয়েকটি সাম্প্রতিক বড় খবর।
গাজায় ইসরাইলের গণহত্যা বা বংশ-নিধন অভিযান অব্যাহত
গাজায় ইসরাইলের গণহত্যা বা বংশ-নিধন অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবারের খবর অনুযায়ী দক্ষিণ গাজায় একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বোমা হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ ছাড়াও উত্তর গাজায় ইসরাইলি জঙ্গি বিমানের হামলায় অন্তত দশ জন ফিলিস্তিনি শহীদ ও ৫০ জনেরও বেশি আহত হয়েছে। ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নামক মানবাধিকার সংস্থার রিপোর্টের কথা উল্লেখ করে বুধবার লিখেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজায় ইসরাইলের যুদ্ধ বংশ নিধন অভিযান বা গণহত্যা।
হামার উপকণ্ঠ থেকে পিছু হটেছে সন্ত্রাসীরা
হামার উপকণ্ঠে যেসব এলাকা দখল করেছিল বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী তাহরির আশ শামের সন্ত্রাসী সেনারা সিরিয়ার সরকারি সেনাদের হামলার মুখে উত্তর-পশ্চিম সিরিয়ার ঐসব এলাকা থেকে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। সিরিয় সরকারি টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা গতকাল বুধবার জানিয়েছে, হামার উপকণ্ঠে সন্ত্রাসীদের অবস্থানে সিরিয় সরকারি সেনাদের নিখুঁত আঘাতে বহু সন্ত্রাসী নিহত ও তাদের গাড়িগুলোও ধ্বংস হয়েছে।
রুশ বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, হামার উত্তর দিকের উপকণ্ঠে ওঁত পেতে থাকা সিরিয় সরকারি সেনাদের এক জটিল ও কৌশলী অভিযানের শিকার হয় সন্ত্রাসী সেনারা। আর এতে তাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছে সিরিয়ায় লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা
মিথ্যা সংবাদ তৈরি ও প্রচার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছে সিরিয়ায় লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এমন সব ভিডিও তৈরি করছে যেখানে দেখানো হচ্ছে যে নানা চত্বর বা ময়দানে সিরিয়ার সরকারি সেনাদের সঙ্গে তাদের লড়াই হচ্ছে এবং এভাবে তারা দেখাতে চাচ্ছে যে এইসব সংঘর্ষে সন্ত্রাসী গ্রুপগুলোই বিজয়ী হচ্ছে। ওই মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীরা এইসব ভিডিও তৈরি ও প্রচারের ক্ষেত্রে ইসরাইলি পদ্ধতি বা কৌশলগুলো ব্যবহার করছে যেমনটি করেছিল দখলদার ইহুদিবাদী সেনারা লেবাননের যুদ্ধ চলার সময়।
সিরিয়াকে সহায়তা দেয়া ইরানের স্থায়ী নীতি
সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে সিরিয়াকে সহায়তা দেয়ার ওপর জোর দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সাইয়্যেদ আব্বাস আরাকচি গতকাল বুধবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল আ'তির সঙ্গে টেলিফোন সংলাপে তুর্কি ও সিরিয় কর্মকর্তাদের সঙ্গে আঙ্কারা ও দামেস্কে তাঁর সাম্প্রতিক সফরের সময় অনুষ্ঠিত আলোচনার কথা তুলে ধরে বলেছেন, সন্ত্রাসীদের মোকাবেলায় সিরিয়ার সরকার, জাতি ও দেশটির সশস্ত্র বাহিনীকে সমর্থন দেয়া ইসলামী ইরানের স্থায়ী নীতি। মিশরের পররাষ্ট্রমন্ত্রীও সাম্প্রতিক দিনগুলোতে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তাঁর টেলিফোন সংলাপের কথা তুলে ধরে বলেছেন, সিরিয়ার সার্বভৌমত্ব, ভৌগলিক অখণ্ডতা ও দেশটির বৈধ প্রতিষ্ঠানগুলোর প্রতি সমর্থন দেয়া মিশর সরকারের নীতি।
ডলারের গত চার বছরের শক্তি আর নেই: ট্রাম্পের হুমকির জবাবে পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার বলেছেন, গত চার বছর আগেও মার্কিন মুদ্রা ডলারের যে ক্ষমতা ছিল তা এখন আর নেই। সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুদ্রা ডলারকে আন্তর্জাতিক লেনদেন থেকে বাদ দেয়ার বিষয়ে ব্রিকস জোটের বিরুদ্ধে যে হুশিয়ারি দিয়েছেন তার জবাবে এ কথা বলেছেন পুতিন। ট্রাম্প তার নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ-এ হুশিয়ারি দিয়ে বলেছিলেন ব্রিকসভুক্ত যেসব দেশ লেনদেন থেকে ডলার বাদ দিবে মার্কিন সরকার সেই দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ট্রাম্প বলেছেন, ব্রিকসভুক্ত দেশগুলো তাদের লেনদেন থেকে ডলার বাদ দিলে এসব দেশের পণ্যকে আমেরিকার বাজারে ঢুকতে দেয়া হবে না। তিনি বলেন, ডলার বাদ দিলে ব্রিকসভুক্ত দেশগুলোর যেকোনো পণ্যকে আমেরিকার বাজারে প্রবেশ করতে ১০০% ট্যাক্স দিতে হবে।
ফ্রান্সে প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত ও বাতিল হল সরকার
ফ্রান্সের সংসদ দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের প্রতি অনাস্থা দিয়ে তাকে পদচ্যুত করেছে। ফলে গত ৬০ বছরের ইতিহাসে এই প্রথম ফরাসি সরকার বাতিল হল। সংসদের ভোট না নিয়েই বার্নিয়ে ২০২৫ সালের বাজেট প্রস্তাব অনুমোদন করায় সংসদ সদস্যরা তার ওপর ক্ষুব্ধ হন।
ইউক্রেনের মত যুদ্ধের শিকার হলে ব্রিটিশ বাহিনী মাত্র ৬ থেকে এক বছরে ধ্বংস হবে: সেনা কর্মকর্তার হুঁশিয়ারি
ব্রিটিশ রাজনীতিবিদ ও সেনা কর্মকর্তা অ্যালিস্টার কার্নজ লন্ডনে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের মত যুদ্ধের শিকার হলে ব্রিটেনের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক বহুজাতিক বাহিনীর সদস্য হিসেবে মাত্র ৬ মাস থেকে এক বছরে ধ্বংস হবে। #