ইরানে জেনারেল সোলাইমানির শাহাদাতের পঞ্চম বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা, জেনারেল সোলাইমানির প্রতি ইরাক সরকারের শ্রদ্ধাজ্ঞাপন, নতুন ইংরেজি বছরের শুরুতে বেশ কয়েকটি দেশে গাজার সমর্থনে বিক্ষোভ, প্রচণ্ড ঠাণ্ডায় ফিলিস্তিনিদের দুর্বিসহ জীবন, আমেরিকার নিউ অরলিন্সে ট্রাক হামলা, ট্রাম্প হোটেলের সামনে বিস্ফোরণ এবং ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধসহ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়েই সাজানো হয়েছে আমাদের প্রতিবেদন। সাহাব নেটওয়ার্ক থেকে এসব খবর নেওয়া হয়েছে।
জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের পঞ্চম বার্ষিকীর অনুষ্ঠান শুরু
আজ বৃহস্পতিবার বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মহানায়ক জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের পঞ্চম বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। কেরমানের কবরস্থান 'গুলজারে শুহাদা'-তে শুরু হয়েছে। বরফের মধ্যে কয়েক হাজার মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন।
ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আল মাহদির রাষ্ট্রীয় মেহমান হিসেবে ইরাক সফরের সময় ২০২০ সালের ৩ জানুয়ারি ভোর রাতের দিকে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোনের বোমা হামলায় শহীদ হন জেনারেল সোলাইমানি। ওই একই হামলায় শহীদ হন ইরাকের জনপ্রিয় বাহিনী হাশদ্ আশ শাব্য়ি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপপ্রধান আবু মাহদি আল মুহানদিস। কয়েকজন ইরানি ও ইরাকি সেনা কর্মকর্তাও শহীদ হন সন্ত্রাসী মার্কিন হামলায়।
সোলাইমানির পঞ্চম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান শুরু
আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মহানায়ক লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির পঞ্চম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকালে কেরমানের কবরস্থান 'গুলজারে শুহাদা'-তে শুরু হয়েছে। বরফের মধ্যে কয়েক হাজার মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন।
আমরা শহীদ সোলাইমানিসহ আমাদের সেরা কমান্ডারদের উৎসর্গ করেছি: হাশদ আশ-শাবয়ি'র প্রধান
ইরাকের জনপ্রিয় বাহিনী হাশদ্ আশ শাব্য়ি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটের প্রধান ফালাহ আল ফাইয়াজ জেনারেল কাসেম সোলাইমানির সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, ইরাক তার সেরা সন্তান ও নেতাদেরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে উৎসর্গ করেছে। এ সময় তিনি ইরাকের জনপ্রিয় বাহিনী হাশদ্ আশ শাব্য়ি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপপ্রধান আবু মাহদি আল মুহানদিসের নাম উল্লেখ করেন।
শহীদ সোলাইমানি ক্লান্ত হতেন না: হাদি আল-আমেরি
ইরাকের বদর অর্গানাইজেশনের মহাসচিব হাদি আল-আমেরি বুধবার বাগদাদে জেনারেল সোলাইমানি ও আবু মাহদি আল-মুহান্দিসের শাহাদাতের পঞ্চম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠানে বলেছেন, শহীদ সোলাইমানি কখনোই ক্লান্ত হতেন না এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় তিনি ইরাক ও সিরিয়ায় নানা চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ভারতীয় জনগণের চোখে শহীদ সোলাইমানি
ভারতের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ভাষা ও সাহিত্যের অধ্যাপক মোহাম্মাদ রেজা সালাসকুট গত বুধবার বলেছেন, জেনারেল সোলাইমানি একজন অনুপ্রেরণা দানকারী ব্যক্তিত্ব এবং তিনি কাশ্মীর ও কারগিলসহ ভারতের বিভিন্ন অঞ্চলে প্রতিরোধের প্রতীক হিসাবে পরিচিত। তিনি মনে করেন, ভারতে তার জনপ্রিয়তার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। আর তাহলো ইরাকে আইএসআইএস'র কাছ থেকে ভারতীয় নার্সদের মুক্ত করার ক্ষেত্রে শহীদ সোলাইমানি ভূমিকা রেখেছেন, যা ভারতীয় গণমাধ্যমে তার শাহাদাতের পর ব্যাপকভাবে প্রচার হয়েছে।
ঠাণ্ডায় দুর্বিসহ ফিলিস্তিনিদের জীবন; শরণার্থীদের তাঁবুর অবস্থা ভয়াবহ
গাজা উপত্যকায় ভারী বর্ষণ এবং মারাত্মক শীতের কারণে গাজাবাসীর জীবন বিপর্যস্ত। কয়েক দিনের বৃষ্টিতে গাজাজুড়ে প্লাবিত হয়ে গেছে শত শত আশ্রয়শিবির। একদিকে ইসরায়েলিদের হামলা অন্যদিকে ভারি বৃষ্টি গাজাবাসীর ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। অনেক আশ্রয়শিবিরের তাঁবু উপযুক্তভাবে নির্মিত নয় এবং তাঁবুর গায়ে অসংখ্য ফুটো থ্কায় আরো বিপদে পড়েছে বাস্তুচ্যুতরা। গাজাজুড়ে বাস্তুচ্যুত পরিবারগুলো এখন তাদের সন্তানদের উষ্ণ রাখতে এবং তাদের জিনিসপত্র বাঁচাতে লড়াই করছে। গাজার অস্থায়ী হাসপাতালের পরিচালক মারওয়ান আল হামস বলেছেন, শীতের মধ্যে পোশাকের অভাবে অনেকের জীবন হুমকির মুখে। তিনি বলেন, বাস্তুচ্যুত মানুষদেরকে প্রচণ্ড ঠাণ্ডা থেকে রক্ষা করার জন্য পর্যাপ্ত কাপড়-চোপড় ও কম্বল নেই। শীতে এ পর্যন্ত ৭ শিশুর মৃত্যু হয়েছে।
নতুন বছরের শুরুতে গাজার সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ
ইংরেজি নববর্ষের একই সময়ে গাজার জনগণের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জর্ডান, মরক্কো, তিউনিসিয়া, তানজানিয়া, সুইডেনের রাজধানী স্টকহোম, নরওয়ের অসলো, তুরস্কের ইস্তাম্বুলসহ বেশ কয়েকটি দেশ ও শহরের রাস্তায় নেমে মানুষ ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন।
ইসরাইলের সঙ্গে সমঝোতার ষড়যন্ত্রের কাছে পাকিস্তানের জনগণ আত্মসমর্পণ করবে না: মাওলানা ফজলুর রহমান
পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান ফিলিস্তিনিদের ভূমি ইহুদিবাদী ইসরাইলের দখল থেকে মুক্ত করার অধিকার রক্ষার জন্য মুসলিম বিশ্বের শক্তিশালী ভূমিকার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলের সঙ্গে সমঝোতার ষড়যন্ত্রের কাছে পাকিস্তানের জনগণ আত্মসমর্পণ করবে না।
ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধ
মস্কো এবং কিয়েভের মধ্যে ট্রানজিট চুক্তি নবায়ন না করার কারণে ২০২৫ সালের শুরু থেকে ইউরোপে রুশ প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেছে।
ফ্রান্সে বিশৃঙ্খলা; এক হাজার গাড়িতে আগুন
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, সেদেশে নববর্ষ উদযাপনকালে দাঙ্গা ও বিশৃঙ্খলার সময় কমপক্ষে এক হাজার গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ট্রাক হামলা এবং ট্রাম্প হোটেলের সামনে বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে বর্ষবরণ উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৫–এ উন্নীত হয়েছে। এ সময় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এর আগে নিহত মানুষের সংখ্যা ১০ বলা হয়েছিল। এদিকে, নতুন বছরের প্রথম দিন বুধবার যুক্তরাষ্ট্রে একটি হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। লাস ভেগাসের ওই হোটেলটির মালিক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেছেন, বৈদ্যুতিক যানটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাচের প্রবেশদ্বারের সামনে ছিল। হঠাৎই সেটিতে বড় ধরনের বিস্ফোরণ হয়।#