‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

৪ জানুয়ারী ২০২৫

১:২০:৫২ AM
1519607

বাংলাদেশের আহলে বাইত (আ.) এর অনুসারী বিভিন্ন পদস্থ ব্যক্তিত্ব ও ওলামা-মাশায়েখদের আমন্ত্রণে বংলাদেশ সফর করছেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাংলাদেশের আহলে বাইত (আ.) এর অনুসারী বিভিন্ন পদস্থ ব্যক্তিত্ব ও ওলামা-মাশায়েখদের আমন্ত্রণে বংলাদেশ সফর করছেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব আয়াতুল্লাহ রেযা রামাযানী।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়াতুল্লাহ রামাযানীকে স্বাগত জানান ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও কালচারাল কাউন্সেলর এবং আহলে বাইত (আ.) এর অুনসারী আলেমবৃন্দ।

এ সফরে মহামান্য রাহবারের দপ্তরের প্রতিনিধি  হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ মাহদি মুসাভি আলীযাদেহ মাজমা মহাসচিবকে সঙ্গ দিচ্ছেন।

বলাবাহুল্য, বাংলাদেশের বর্তমান সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টার সাথে সাক্ষাত, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন, শিয়া ও সুন্নি উলামা-মাশায়েখদের সাক্ষাত এবং বিভিন্ন অঞ্চলে সক্রিয় ব্যক্তিত্বদের সাথে সাক্ষাত আয়াতুল্লাহ রেযা রামাযানী’র এ সফরের কর্মসূচীগুলোর অন্যতম।#176