‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৫ জানুয়ারী ২০২৫

৭:৫৬:২৫ PM
1520332

আয়াতুল্লাহ খামেনেয়ীর বক্তব্যের প্রতি পোপের বিশেষ গুরুত্ব; ইরানকে সম্মান করে ঘানার খ্রিস্টানরা

বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস হজরত ঈসা (আ.) সম্পর্কে ইসলামী বিপ্লবের নেতার বক্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। সর্বোচ্চ নেতার বক্তব্য খ্রিষ্টান ধর্মের অনুসারীদের ওপর ভালো প্রভাব রাখবে বলেও তিনি মনে করেন।

ভ্যাটিকানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ হোসেইন মোখতারি ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাত করে হজরত ঈসা (আ.) সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বক্তব্যের সংক্ষিপ্ত সংকলন স্মারকপত্র আকারে হস্তান্তর করেছেন। এই স্মারকপত্রের শিরোনাম হলো- 'আজ যদি ঈসা (আ.) আমাদের মাঝে থাকতেন'। পার্সটুডে জানিয়েছে- ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ হোসেইন মোখতারির উপস্থিতিতি অনুষ্ঠিত এই বৈঠকে পোপ স্মারকপত্রটি গ্রহণ করে সর্বোচ্চ নেতার বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করে বলেন, খ্রিস্টানদের ওপর এটা প্রভাব ফেলবে। 

ইরানকে সম্মান করে ঘানার খ্রিস্টানরা

নতুন খ্রিস্ট বছর উপলক্ষে ঘানায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান আমির হেশমাতি সেদেশের ক্যাথলিকদের নেতা আর্চবিশপ জন বোনাচেরে কফি'র সাথে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে ঘানার ক্যাথলিক নেতা সেদেশের খ্রিস্টানদের মধ্যে ইরানের সম্মানজনক অবস্থানের কথা তুলে ধরেছেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তার কথাও বলেন।

আর্মেনীয় ও অ্যাসিরীয় খ্রিস্টান সম্প্রদায়ের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করলেন ইরানের বিচার বিভাগের প্রধান

ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহসেনি এজেয়ি হজরত ঈসা (আ.)'র জন্মবার্ষিকী ও নতুন বছরের আগমন উপলক্ষে আর্মেনীয় ও অ্যাসেরীয় সম্প্রদায়ের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন, আজ যদি হজরত ঈসা (আ.) বা অন্য যেকোনো একজন নবী আমাদের মাঝে থাকতেন তাহলে  গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদীদের অপরাধ এবং কয়েকটি দেশের নীরবতা ও নির্লজ্জ সমর্থনের বিরুদ্ধে অপরাধে কঠোর ও চরম প্রতিক্রিয়া দেখাতেন। হুজ্জাতুল ইসলাম এজেয়ী আরও বলেছেন: আলেম ও ধর্মীয় চিন্তাবিদদের উচিত তাদের চিন্তা-গবেষনা, বক্তব্য ও সম্পর্ক আরও বৃদ্ধি করা এবং মানুষের সুখের জন্য সঠিক পথ খুঁজে বের করা এবং কুসংস্কার থেকে দূরে থাকা।#

342/