‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৬ জানুয়ারী ২০২৫

৬:৪০:২৪ PM
1520675

ইসরাইলের সেনা ঘাঁটিতে ফিলিস্তিনি যুবকদের অনুপ্রবেশ,ভয়ে কক্ষে আশ্রয় সেনাদের!

পার্সটুডে: ইহুদিবাদী ইসরাইলের মিডিয়া অধিকৃত জেরুজালেম আল কুদসে ইসরাইলি সামরিক ঘাঁটিতে ফিলিস্তিনি যুবকদের অনুপ্রবেশের খবর দিয়েছে।

ইহুদিবাদী সেনাবাহিনীর রেডিও খবর দিয়েছে যে দখলকৃত জেরুজালেম আল কুদসে ইসরাইলি সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড ব্যারাকে ঢুকে পড়া আট ফিলিস্তিনি যুবকের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পার্সটুডের খবর অনুসারে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চ্যানেল ১৪'র রিপোর্টার হিলেল বেটন ফিলিস্তিনি যুবকদের এই অনুপ্রবেশ সম্পর্কে বলেছেন, ইসরাইলি সৈন্যরা ঘাঁটিতে অনুপ্রবেশকারী যুবকদের মোকাবিলা করার পরিবর্তে ঘাঁটির ভিতরে লুকিয়ে ছিল।

বেটন বলেন যে সামরিক কমান্ডারদের ব্যাখ্যা করা উচিত যে কেন ঘাঁটির বেশিরভাগ ইসরাইলি সৈন্যরা বাইরে গিয়ে ফিলিস্তিনি যুবকদের মোকাবেলার পরিবর্তে কক্ষের ভিতরে লুকিয়ে ছিল। তিনি বলেন, এই ঘটনা আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা এবং এর মাধ্যমে এটা দেখায় যে সেই ৭ অক্টোবর এখনও এখানে বিরাজমান।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো ফিলিস্তিনের নিপীড়িত জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের অপরাধ ও আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়া হিসাবে অধিকৃত ফিলিস্তিনি এলাকায় ইসরাইলি সেনাদের ওপর হামলা চালিয়ে আল আকসা ঝড় অভিযান শুরু করে।#

342/