‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৭ জানুয়ারী ২০২৫

৬:০৩:৪২ PM
1520994

উত্তর ফিলিস্তিনে দখলদারদের বিরুদ্ধে অভিযান: ইসরাইল শান্তির রং উপভোগ করতে পারবে না

আরব বিশ্বের প্রখ্যাত এক বিশ্লেষক জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইল বিরোধী অভিযানকে তেল আবিবের শাসক গোষ্ঠীর অব্যাহত হত্যা এবং অপরাধযজ্ঞের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন।

একইসঙ্গে তিনি বলেছেন, পশ্চিম তীরেও খুব শিগগিরি আল আকসা তুফান অভিযানের মত কিছু ঘটবে এবং তা হবে নেতানিয়াহুর জন্য বড় ধরনের চপেটাঘাত। পশ্চিম তীরে ইহুদিবাদী বিরোধী অভিযানের কথা উল্লেখ করে আরব বিশ্বের প্রখ্যাত বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান বলেছেন, তুরস্ক এবং মার্কিন মিত্রদের নিয়ে লেবাননের ভূখণ্ডে পূর্ব পরিকল্পিতপশ্চিম তীরে ইহুদিবাদী বিরোধী অভিযানের কথা উল্লেখ করে আরব বিশ্বের প্রখ্যাত বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান বলেছেন, তুরস্ক এবং মার্কিন মিত্রদের নিয়ে লেবাননের ভূখণ্ডে পূর্ব পরিকল্পিত আগ্রাসনের আনন্দ প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইহুদিবাদীদের জন্য সত্যে রূপ নেয় নি। কারণ পশ্চিম তীরে এবং গাজা উপত্যকায় প্রতিরোধ সেই আনন্দে ছাই ঢেলে দিয়েছে।

আতওয়ান বলেন, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় এলাকা কালকিলিয়ায় তিন প্রতিরোধকামী ফিলিস্তিনির মাধ্যমে পরিচালনা করা কাদুমিন অভিযান যার মাধ্যমে ৩ ইহুদিবাদী নিহত হওয়ার পাশাপাশি ৯ জন আহত হয় তা আরব, বৈশ্বিক রাজনীতি এবং গণমাধ্যমগুলোকে আবারো একটি চ্যানেলে ফিরিয়ে নিয়ে এসেছে সেটি হচ্ছে ফিলিস্তিন।     

আরব এই বিশ্লেষক বলেন,এই অভিযানের মাধ্যমে এটা নিশ্চিত হয়েছে যে ইসরাইলি শাসক গোষ্ঠী শান্তির রং দেখতে পারবে না এবং তারা গাজা,ইয়েমেন এবং লেবাননের দক্ষিণাঞ্চলে যে জাতিগত নিধন চালিয়েছে তা বিনা শাস্তিতে পার পাবে না। এই অভিযানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি দখলদারদের কঠিন নিরাপত্তা বলয়ের ভেতরে সংঘটিত হয়েছে।#  

342/