‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২১ জানুয়ারী ২০২৫

৭:২১:৫৩ PM
1524718

ইরানের বিরুদ্ধে মাইক ওয়াল্টজের বক্তব্য ভিত্তিহীন কল্পনা ছাড়া আর কিছু নয়

মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফায় নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্পর্কে অনর্থক বক্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেছেন যে ওয়াশিংটন আগামী এক মাসের মধ্যে তেহরানের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

ওয়াল্টজ দাবি করেছেন, ইহুদিবাদী ইসরাইলের কিছু পদক্ষেপ ইরানকে দুর্বল করে দিয়েছে। তিনি ইরান সম্পর্কে অনর্থক বক্তব্য দিয়ে দাবি করেছেন যে, 'ইরানের বিমান প্রতিরক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে।' পার্সটুডে জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যকে ইরানের ব্যাপারে এ যাবত মার্কিন আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণে ব্যর্থতা হিসেবে বর্ণনা করা যেতে পারে।

ইরান সম্প্রতি '১৪০৩ বিমান প্রতিরক্ষা মহড়া' নামে পরিচিত বৃহৎ আকারের বিমান প্রতিরক্ষা মহড়া চালিয়েছে। এই মহড়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র-বিরোধী এবং নতুন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে। ছাড়া, বিমান, ক্ষেপণাস্ত্র এবং কাল্পনিক শত্রু ড্রোনসহ শত্রুর উড়ন্ত লক্ষ্যগুলোকে ধ্বংস করতে তাদের কার্যকারিতা প্রদর্শন করা হয়েছে। ঠিক এমনই এক অবস্থায় ইসরাইলি বিমান হামলার ফলে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজ দাবি করেছেন।

এছাড়া, ইহুদিবাদী ইসরাইলের আক্রমণের ফলে প্রতিরক্ষা ব্যবস্থার যে ক্ষতি হয়েছে তাও দ্রুত মেরামত করা হয়েছে।

দ্বিতীয় বিষয়টি হল, ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের সামরিক শক্তিকে দুর্বল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসাবে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অবৈধ দাবির কাছে ইরানকে নতি স্বীকারে বাধ্য করতে ওয়াশিংটন ইরানি জাতির বিরুদ্ধে সবচেয়ে কঠোর ও নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যদিও ইরানের সরকার ও জনগণের প্রতিরোধের কাছে বাইডেন প্রশাসনও ইরানের ব্যপারে ব্যর্থতার সম্মুখীন হয়েছে।#

342/