‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
রবিবার

২৫ মে ২০১৪

৪:১৬:৫১ PM
611291

মহানবী (স.) গ্রান্ড প্রাইজ ফেস্টিভ্যালের সংবাদ ;

মহানবী (স.) এর প্রকৃত প্রতিনিধি আয়াতুল্লাহ খামেনেয়ী : ফরাসী চিন্তাবিদ

ফরাসী চিন্তাবিদ বলেছেন : আমি বিশ্বাস করি যে, পৃথিবীতে মহানবী (স.) এর প্রকৃত প্রতিনিধি হচ্ছেন আয়াতুল্লাহ খামেনেয়ী। আর তিনি মুহাম্মাদ (স.) আনীত প্রকৃত ইসলাম রক্ষার্থে যে পদ্ধতি অবলম্বন করেন তা অবলম্বন করে ইসলাম রক্ষার্থে চেষ্টা চালানো আমাদের সকলের কর্তব্য।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরানের রাজধানী তেহরানের হোটেল লালেহ’তে অনুষ্ঠেয় মহানবী (স.) শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে ‘এমাদুদ্দীন হামরুনী’ বলেছেন : মহানবী (স.) নূরানী এক ব্যক্তিত্বের অধিকারী। সর্বদা এ মহান ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরার লক্ষ্যে চেষ্টা চালানো উচিত। তিনি বলেন, আমরা এমন এক যুগে বসবাস করছি যখন স্বাধীনতা ও মুক্তির শ্লোগান দেয়া হয়। যদি সত্যিই আমরা প্রত্যেকে এ বিষয়ে বিশ্বাসী হই তবে আমাদের উচিত ইসলাম ধর্মের প্রচার করা এবং মহানবী (স.) এর চিন্তাধারার প্রসার ঘটানো।
ইসলামি বিপ্লবের বিজয়ের বিষয়ে ফরাসী এ চিন্তাবিদ বলেন : ইসলামি বিষয়াদির প্রসারের ক্ষেত্রে এ বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সর্বদা এর প্রসারের চেষ্টা অব্যাহত রাখা আমাদের কর্তব্য।
এমাদুদ্দীন হামরুনির সংযোজন : আমি বিশ্বাস করি যে, পৃথিবীতে মহানবী (স.) এর প্রকৃত প্রতিনিধি হচ্ছেন আয়াতুল্লাহ খামেনেয়ী। আর তিনি মুহাম্মাদ (স.) আনীত প্রকৃত ইসলাম রক্ষার্থে যে পদ্ধতি অবলম্বন করেন তা অবলম্বন করে ইসলাম রক্ষার্থে চেষ্টা চালানো আমাদের সকলের কর্তব্য।
ইসলামি জাগরণ প্রসঙ্গে তিনি বলেন : ইসলামি জাগরণ শুধুমাত্র ইসলাম ধর্মের মাঝে সীমাবদ্ধ নয়, এটা বিশ্বজনীন এবং ইরানের ইসলামি বিপ্লব থেকে এর উত্পত্তি। আর মহানবী (স.) আনীত প্রকৃত ইসলাম হচ্ছে রহমত স্বরূপ।
ফরাসী এ চিন্তাবিদ বলেন : এ সম্মেলন আয়োজনের জন্য আমি আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহর নিকট এ দোয়া করি যেন, এ ধরনের সভা-সম্মেলনের আয়োজন আরো অধিক পরিমাণে হয় যাতে ব্যাপকভাবে ইসলামি শিক্ষার প্রসার সম্ভব হয়।#