‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
রবিবার

২৫ মে ২০১৪

৫:২৩:৩২ PM
611313

মহানবী (স.) গ্রান্ড প্রাইজ ফেস্টিভ্যালের সংবাদ ;

ইসলামভীতি, একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে : হাফিদ বানানি

মহানবী (স.) গ্রান্ড প্রাইজ ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বিদেশী এ চিন্তাবিদ বলেছেন : ইসলাম ও পশ্চিমা সংকট কোন সাংস্কৃতিক সংকট নয় বরং একটি রাজনৈতিক সংকট এবং তারাই ইসলামভীতির প্রসার ঘটিয়ে এ ক্ষেত্রে চেষ্টা অব্যাহত রেখেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরানের রাজধানী তেহরানের হোটেল লালেহ’তে অনুষ্ঠেয় মহানবী (স.) শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে হাফিদ বানানি বলেছেন : বর্তমানে পশ্চিমা বিশ্ব নিজেদের ভারসাম্য হারিয়ে নতুন একটি থিওরী প্রদানের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত।
তিনি বলেন : পশ্চিমা বিশ্ব পরাজিত হয়েছে এবং মানব সমাজকে নেতৃত্ব দিতে তারা অক্ষম। পশ্চিমা বিশ্বে বর্তমানে মহানবী (স.) এর অবমাননায় চলচ্চিত্র নির্মিত হচ্ছে। অথচ অতিতে আমরা লক্ষ্য করেছি অনেক পশ্চিমা ব্যক্তিত্ব মহানবী (স.) কে সম্মানের চোখে দেখতেন।
হাফিদ বলেন : ইসলাম ও পশ্চিমা সংকট কোন সাংস্কৃতিক সংকট নয় বরং একটি রাজনৈতিক সংকট এবং তারাই ইসলামভীতির প্রসার ঘটিয়ে এ ক্ষেত্রে চেষ্টা অব্যাহত রেখেছে।
তার সংযোজন : এমন একটি পরিস্থিতিতে ইসলামভীতির প্রসার ঘটানো হচ্ছে যখন হলোকাস্টের বিষয়ে মুখ খোলার অধিকার কারো নেই।#