‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
সোমবার

২৬ মে ২০১৪

৫:৪১:৩২ AM
611401

মহানবী (স.) গ্রান্ড প্রাইজ ফেস্টিভ্যালের সংবাদ ;

সমাজে মহানবী (স.) এর নৈতিকতার প্রসার ঘটাতে হবে : আলজেরীয় চিন্তাবিদ

আলজেরীয় চিন্তাবিদ বলেছেন : পশ্চিমা চিন্তাবিদরা আল্লাহর রাসূল (স.) এর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, তিনি ছিলেন কালজয়ী বৈপ্লবিক এবং তিনি সমাজে নৈতিকতার প্রসার ঘটিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরানের রাজধানী তেহরানের হোটেল লালেহ’তে অনুষ্ঠেয় মহানবী (স.) শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে (গতকাল) মুহাম্মাদ আব্দুল কাদের বলেন : ইসলাম ধর্ম বর্ণবাদীতার বিরোধিতা করে এবং মহানবীও (স.) এ বিষয়টির প্রকাশ্য বিরোধিতা করেছে। কিন্তু বর্তমান সময়ে কেউ কেউ এ বিষয়টি ছড়িয়ে দিতে উঠে পড়ে লেগেছে।
তিনি বলেন : পশ্চিমা চিন্তাবিদরা আল্লাহর রাসূল (স.) এর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলে, তিনি ছিলেন কালজয়ী বিপ্লবিক এবং তিনি সমাজে নৈতিকতার প্রসার ঘটিয়েছেন।
আলজেরীয় এ চিন্তাবিদের সংযোজন : সমাজে নৈতিকতার প্রসার ঘটাতে হবে এবং জনগণের উদ্দেশ্যে নৈতিক বিষয়াদির বর্ণনার লক্ষ্যে চেষ্টা চালাতে হবে। কারণ বর্তমান সময়ে পৃথিবীতে নৈতিকতার বড়ই অভাব।#