‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
মঙ্গলবার

২৭ মে ২০১৪

৬:৪৮:১২ AM
611586

মহানবী (স.) গ্রান্ড প্রাইজ ফেস্টিভ্যালের সংবাদ ;

মহানবী (স.) শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

গতকাল সোমবার (২৬শে মে) মহানবী (স.) শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান তেহরানে অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল মহানবী (স.) শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ইরানের রাজধানী তেহরানের ‘ওয়াহদাত মিলনায়তনে’ ইসলামি প্রজাতন্ত্র ইরানের মজলিশের শুরায়ে ইসলামি’র স্পিকার ড. লারিজানির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আখতারিসহ আয়াতুল্লাহ জাওয়াদি আমোলি’র প্রতিনিধি, তেহরান সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং ইরানের বেশ কয়েকজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের পর উদ্বোধনী বক্তব্য রাখেন আহলে বাইত (আ.) বার্তা সংস্থার পরিচালক হুজ্জাতুল ইসলাম হুসাইনি আরেফ। তিনি এ ফেস্টিভ্যালের উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পাঠ করেন। ডেনমার্ক থেকে আগত অতিথি ‘কাটজা মাচোন ম্যাডসেনে’র বক্তব্যের পর ইংরেজিতে কবিতা পরিবেশন করেন মার্কিন কবি আমির সুলাইমান।
এরপর আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আখতারির পর বক্তব্য রাখেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের মজলিশে শুরায়ে ইসলামি’র স্পিকার ড. লারিজানি।
উল্লেখ্য, বিকেল ৫:৩০ মিনিট থেকে সন্ধ্যা ৮:০০ পর্যন্ত অব্যাহত থাকা এ অনুষ্ঠানের শেষাংশে ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগীরা মহানবী (স.) বিষয়ভিত্তিক স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র নির্মাণ, স্ক্রিট রচনা, এ্যানিমেশন তৈরী, ইংরেজি ভাষায় গ্রন্থ রচনা বা অনুবাদসহ অন্যান্য বিভাগে প্রতিদ্বন্দিতা করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের জন্য পবিত্র কোরআন শরিফ, ক্রেস্ট এবং ১৪টি স্বর্নমুদ্র (যার প্রতিটির মূল্য প্রায় ২৪ হাজার টাকা), দ্বিতীয় স্থান অধিকারীদেরকে কোরআন শরিফ, ক্রেস্ট এবং ১২ টি স্বর্ণমুদ্রা এবং তৃতীয় স্থান অধিকারীগণকে একটি কোরআন শরিফ ও ক্রেস্ট ও ১০টি স্বর্ণমুদ্রা প্রদান করা হয়। এ ছাড়া সান্তনা পুরস্কার হিসেবে পবিত্র কোরআন শরিফ ও ক্রেস্টসহ ৫টি, ৩টি বা ২টি করে স্বর্ণমুদ্রা প্রদান করা হয়।#