‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র :
শুক্রবার

১৮ জুলাই ২০১৪

১২:১১:৪৪ PM
624868

গাজার উপর জায়নবাদী ইসরাইলি হামলার নিন্দায় মাজমা’র বিবৃতি

গাজার নিরীহ জনগণের উপর জায়নবাদী ইসরাইলের বর্বর হামলার নিন্দা জানিয়ে অনতি বিলম্বে এ অমানবিক আগ্রাসনের নিন্দা জানানোর পাশাপাশি ফিলিস্তিনের অসহায় জনগণের নিকট ত্রাণসামগ্রী পৌঁছানোর লক্ষ্যে কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি আহবান জানিয়েছে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : গাজার নিরীহ জনগণের উপর জায়নবাদী ইসরাইলের বর্বর হামলার নিন্দা জানিয়ে অনতি বিলম্বে এ অমানবিক আগ্রাসনের নিন্দা জানানোর পাশাপাশি ফিলিস্তিনের অসহায় জনগণের নিকট ত্রাণসামগ্রী পৌঁছানোর লক্ষ্যে কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি আহবান জানিয়েছে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা।

মাজমার বিবৃতিতে বলা হয়েছে : ঐ অবস্থায় গাজার উপর সামরিক হামলা চালানো হচ্ছে যখন সিরিয়া, ইরাক ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আইএসআইএল এবং অন্যান্য তাকফিরী সন্ত্রাসীদের হামলা অব্যাহত রয়েছে। এ হামলা অব্যাহত থাকলে আগামিতে এক চরম মানবিক বিপর্যয়ের সাক্ষী থাকবে বিশ্ববাসী।

 

মাজমা’র বিবৃতির বাংলা অনুবাদ :

بسم الله الرحمن الرحيم

لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِینَ آمَنُوا الْیَهُودَ وَالَّذِینَ أَشْرَکُوا

প্রজ্ঞাময় মহান আল্লাহ্ পবিত্র কুরআনে বলেছেন : “আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদি ও মুশরেকদেরকে পাবেন...”। [মায়িদাহ : ৮২]

দুঃখজনকভাবে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের রক্ত ঝরছে। ঐশী ধর্ম ও মুসলমানদের প্রথম কিবলার ভূখণ্ডে নির্মম এক ট্রাজেডি ঘটে চলেছে; যার মাধ্যমে সকল আন্তর্জাতিক আইন-বিধি লঙ্ঘন করছে জায়নবাদীরা। জায়নবাদী ইসরাইলের আগ্রাসী পদক্ষেপে উদ্বিগ্নকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মধ্যপ্রাচ্য ও বিশ্ব নিরাপত্তা বর্তমানে চরম হুমকির মুখে।

ঐ অবস্থায় গাজার উপর সামরিক হামলা চালানো হচ্ছে যখন সিরিয়া, ইরাক ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আইএসআইএল এবং অন্যান্য তাকফিরী সন্ত্রাসীদের হামলা অব্যাহত রয়েছে। জায়নবাদী ইসরাইল এ সুযোগের সদ্ব্যবহার করছে এবং অসহায় ফিলিস্তিনিদের আবাসিক এলাকাসমূহে হামলা চালিয়ে হত্যা করেছে শত শত নারী ও শিশুকে। তাদের এ হামলায় আহত হয়েছে হাজার হাজার ব্যক্তি এবং ধ্বংস হয়েছে গাজার অবকাঠামো।

সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, বিগত কয়েক বছর অন্যায় ও অমানবিকভাবে গাজার উপর আরোপিত অবরোধের কারণে বর্তমানে এ অঞ্চলের নিরীহ ও নির্যাতিত জনগণ চরম খাদ্য ও ঔষধ সংকটের সম্মুখীন। এ হামলা অব্যাহত থাকলে আগামিতে এক মানবিক বিপর্যয়ের সাক্ষী থাকবে বিশ্ববাসী।

গাজার নিরীহ জনগণের উপর জায়নবাদী ইসরাইলের বর্বর হামলার নিন্দা জানিয়ে অনতি বিলম্বে এ অমানবিক আগ্রাসনের নিন্দা জানানোর পাশাপাশি ফিলিস্তিনের অসহায় জনগণের নিকট ত্রাণসামগ্রী পৌঁছানোর লক্ষ্যে কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি আহবান জানায় আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা (মাজমা)।

এছাড়া অনতি বিলম্বে গাজা অবরোধ প্রত্যাহার ও গাজার বঞ্চিত জনগণের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী প্রেরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানায় মাজমা।

ফিলিস্তিনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিরব দর্শকের ভূমিকা পালনের ঘটনায় অসন্তোষ ও নিরাশতা প্রকাশ করছি আমরা।

বিবৃতির শেষে ইরানি জাতির প্রতি এ আহবান যেন পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারে (বিশ্ব কুদস দিবস) সর্বদার ন্যায় মহান রাহবার আয়াতুল্লাহ আল-উজমা ইমাম খামেনেয়ী’র আহবানে সাড়া দিয়ে কুদস দখল ও ফিলিস্তিনে হামলা বিরোধী গণবিক্ষোভে অংশ নিয়ে ভয়ংকর এ অপরাধকর্মের নিন্দা জানানোর পাশাপাশি ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের জন্য দোয়া করি।

و سیعلم الذین ظلموا أی منقلب ینقلبون

নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ। [সূর আশ-শুআরা : ২২৭]

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা,