‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

৯ আগস্ট ২০১৪

২:৫৬:২১ PM
629985

শাইখ যাকযাকিকে সমবেদনা জানাতে,

পদস্থ কর্মকর্তাদের একটি দলের সাথে নাইজেরিয়া সফরে আখতারি

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আখতারি ও তার সাথে সফররত প্রতিনিধি দল নাইজেরিয়া সফরকালে এদেশে কুদস দিবসে রক্তক্ষয়ী ঘটনায় ‘শাইখ ইব্রাহিম যাকযাকি’র প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন এবং তার সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : বিশ্ব কুদস দিবসের শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলায় নাইজেরিয়ার যারিয়া শহরে ৩৩ শহীদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে পদস্থ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের সাথে নাইজেরিয়া সফর করছেন মাজমা’র মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আখতারি।
সফররত এ দলে রয়েছেন মাজমার মহাসচিব ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আখতারি’, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রতিনিধি ‘জনাব মুহাম্মাদি শাকিবা’, ইসলামি মাযহাবসমূহ একত্রীকরণ পরিষদের আন্তর্জাতিক বিভাগের প্রধান ‘ড. মুহাম্মাদ হাসান তাবারিয়ান’ ও আহলে বাইত বিশ্বসংস্থার (মাজমা) পশ্চিম আফ্রিকা বিষয়ক বিভাগের প্রধান ‘হাসান খাকরান্দ’। দলটি গত মঙ্গলবার ‘লাগোসে’ প্রবেশ করে।
লাগোস থেকে কানো প্রদেশের যারিয়া শহরে গেলে দলটিকে স্বাগত জানান ইসলামি মুভমেন্ট অব নাইজেরিয়ার নেতা হুজ্জাতুল ইসলাম শাইখ ইব্রাহিম ইয়াকুব যাকযাকি। জনাব আখতারি ও তার সাথে সফররত প্রতিনিধি দল শাইখ যাকযাকি’র বাড়ীতে উপস্থিত হয়ে তার তিন সন্তানের শাহাদতের বিষয়ে তাকে ও তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তাদের সাথে নাইজেরিয়ায় অবস্থানরত ইরানি রাষ্ট্রদূত ‘সাঈদ কুযেচি’ও উপস্থিত ছিলেন।
অতঃপর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আখতারি যারিয়া শহরে অবস্থিত বাকিয়াতুল্লাহ (আ.) ইমামবাড়িতে উপস্থিত হয়ে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন। জামাতে নামায আদায়ের পর প্রদত্ত বক্তব্যে তিনি উপস্থিতদেরকে সমবেদনা জানান।
হুজ্জাতুল ইসলাম শাইখ যাকযাকি তার সংক্ষিপ্ত বক্তব্যে মাজমা’র মহাসচিব এবং তার সাথে সফররত প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানান।#