‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
বুধবার

২৪ সেপ্টেম্বর ২০১৪

২:২০:৫১ PM
639923

মাজমা’র সহযোগিতায়;

মদিনায় আহলে বাইত (আ.) আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

‘আহলে বাইত (আ.)-এর শিক্ষায় ইসলামি ঐক্য ও সম্মান’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ইরানের হজ্ব ও যেয়ারত বিষয়ক সংস্থায় সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ আলী কাজী আসকারের বক্তব্যের মধ্য দিয়ে মদিনায় অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : বিশ্বের ২০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)-এর সহযোগিতায় মদিনায় ‘আহলে বাইত (আ.) আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
প্রখ্যাত মিশরীয় কারী ‘সাঈদ তুসি’র তেলাওয়াতের মাধ্যমে এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের সভাপতি ও আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার আন্তর্জাতিক বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ সালার।
এরপর অনুষ্ঠানের উপস্থাপক ড. নাসের সুদানি আমন্ত্রিত অতিথিবৃন্দের পরিচয় করান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজমা’র উচ্চতর পরিষদের সদস্য ‘আয়াতুল্লাহ মাহদি হাদাভি তেহরানি’। এছাড়া পাকিস্তানের ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. মুহাম্মাদ হুসাইন আকবার’, তানজানিয়ার ‘ড. আহমাদ খাতিব’ ও নাইজেরিয়ার ‘ড. হাদী সুলায়মানও উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তাগণের মধ্যে ছিলেন ইরাকের শিয়াদের ওয়াকফ বিষয়ক বিভাগের প্রধান ‘সৈয়দ সালেহ হায়দারি’, পাকিস্তানের বিশিষ্ট শিয়া ব্যক্তিত্ব ‘আয়াতুল্লাহ সৈয়দ মুহাম্মাদ তাকি নাকাভি’, হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ হুসাইন আকবার ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ আলী কাযী আসকার’। এরপর দলীয় ইসলামি সঙ্গিত পরিবেশিত হয়।
বক্তৃতার দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন, ব্রিটেনে বসবাসকারী চক্ষুবিশেষজ্ঞ এবং লন্ডনে অবস্থিত খোজা শিয়া স্কুলের সাবেক অধ্যক্ষ ‘ড. আব্বাস জাফার’ এবং ড. খতিব।
একটি ভিডিও ফুটেজ প্রচারের পর বক্তব্য রাখেন নাইজেরিয়ার ড. হাদি সুলায়মান ও সুইডেনের ড. লায়লা মুসাভি।
উল্লেখ্য, আয়াতুল্লাহ হাদাভি তেহরানি দুই পর্বে বক্তব্য রাখেন। প্রথম পর্বে ইংরেজিতে এবং দ্বিতীয় পর্বের শেষে আরবি বক্তব্য রাখেন। এ সম্মেলনের অবকাশে এটি গ্রন্থ প্রদর্শনীরও আয়োজন করা হয়।#