‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বৃহস্পতিবার

২১ মে ২০১৫

১১:৫৫:০৩ PM
691308

কাতারের শ্রম সংস্কারের প্রতিশ্রুতি মিথ্যা চমক: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

কাতার ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের আগে শ্রম সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা শেষ পর্যন্ত মিথ্যা চমকে পরিণত হতে চলছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : কাতার ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের আগে শ্রম সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা শেষ পর্যন্ত মিথ্যা চমকে পরিণত হতে চলছে। গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত প্রতিবেদনে  এ আশংকা ব্যক্ত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এতে বলা হয়েছে, দ্রুত তৎপর না হলে কাতার গত বছর যে প্রতিশ্রুতি দিয়েছিল তা শেষপর্যন্ত জন সংযোগ ক্ষেত্রের একটি মিথ্যা চমকে পরিণত হতে পারে। সম্প্রতি কাতারে প্রবাসী শ্রমিকদের নিপীড়নের ধারাবাহিক খবর প্রকাশিত হয়েছে। এ সব খবরের পরিপ্রেক্ষিতে অ্যামনেস্টি বলছে, কাফালাসহ  এ জাতীয় পদ্ধতি সংস্কারের প্রতিশ্রুতি বজায় রাখেনি দোহা।   কাফালার কারণে একজন শ্রমিক নিজ কর্মস্থান পরিবর্তন  বা কাতার ত্যাগ করতে পারেন না।
অ্যমনেস্টির পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রবাসী শ্রমিকদের মানবাধিকার বিষয়ক গবেষক মুস্তফা কাদরি বলেন,  প্রবাসী শ্রমিকদের দেয়া প্রতিশ্রুতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে কাতার।
তিনি আরো বলেন, কর্মরত প্রবাসী শ্রমিকদের মানবাধিকারের উন্নয়ন ঘটানো হবে বলে গত বছর কাতার সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তব পরিস্থিতির তেমন অগ্রগতি হয় নি।
এর আগে নেপাল-ভিত্তিক মানবাধিকার সংস্থাগুলো বলেছে, কাতারে বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম নির্মাণের প্রকল্পগুলোতে কাজ করতে যেয়ে ৪৪১ নেপালি শ্রমিক নিহত হয়েছে।#