‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
বুধবার

৫ আগস্ট ২০১৫

২:০১:১৪ PM
704227

মুসলিম চিকিত্সকদের সম্মেলন -৫

মুসলিম চিকিত্সকদের আন্তর্জাতিক সম্মেলনের তেহরান অধিবেশনের কার্যক্রম শুরু

গতকাল পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মুসলিম চিকিত্সকদের অষ্টম আন্তর্জাতিক সম্মেলনের তেহরান অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা -বনা- : পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মুসলিম চিকিত্সকদের অষ্টম আন্তর্জাতিক সম্মেলনের তেহরান অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে গতকাল মঙ্গলবার (৪ আগস্ট)।

গতকাল সকাল ৮:৩০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে তেহরানের শহীদ বেহেশতি ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্সের প্রধান ড. বিজান নাকিব যাদেহ বক্তব্য রাখেন। এরপর সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও আহলে বাইত বিশ্বসংস্থার উচ্চতর পরিষদের সদস্য ড. আলী আকবার বেলায়েতি বক্তব্য রাখেন।

বলাবাহুল্য, মুসলিম চিকিত্সকদের অষ্টম আন্তর্জাতিক সম্মেলন, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উদ্যোগে এবং ইরানের কয়েকটি শহরের বিভিন্ন সংস্থার সহযোগিতায় গত ২৯শে জুলাই থেকে শুরু এবং আগামী ১০ই আগস্ট নাগাদ অব্যাহত থাকবে।

এতে মুসলিম বিশ্বের ৩০০ জন মুসলিম চিকিত্সক অংশগ্রহণ করছেন। আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মশালা, যেয়ারত, সাংস্কৃতিক কেন্দ্রসমূহ পরিদর্শন ইত্যাদি কর্মসূচিতেও তারা অংশ নেবেন।

ইমামিয়া মেডিক্স ইন্টারন্যাশনাল, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও মেডিকেল শিক্ষা বিভাগ, ইমাম রেজা (আ.) এর মাজার পরিচালনা পরিষদ, মাশহাদ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থা এ সম্মেলন আয়োজনে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা –মাজমা-কে সহযোগিতা করছে।#