‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
শনিবার

১৫ আগস্ট ২০১৫

১২:৩৯:৩৭ PM
705995

শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে সতর্ক করলেন রুহানি

শত্রুরা ইসলামকে সন্ত্রাস ও উগ্রবাদের ধর্ম হিসেবে তুলে ধরার ষড়যন্ত্র করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

আবনা ডেস্ক : শত্রুরা ইসলামকে সন্ত্রাস ও উগ্রবাদের ধর্ম হিসেবে তুলে ধরার ষড়যন্ত্র করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলারও  আহ্বান জানিয়েছেন তিনি।  
আজ (শনিবার) তেহরানে অনুষ্ঠিত ‘আহলে বাইত বিশ্ব সংস্থা’র ষষ্ঠ সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। ড. রুহানি বলেন, শত্রুরা নৈতিকতা ও ভ্রাতৃত্বের ধর্মকে সহিংসতা, চরমপন্থা, হত্যা, অনৈক্য ও বিভেদের ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ইসলামকে বিকৃত করার এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সম্মিলিতভাবে  রুখে দাঁড়াতে হবে।
ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, ইসলামকে হত্যা, সহিংসতা এবং ধ্বংসাত্মক ধর্ম হিসেবে তুলে ধরতে শত্রুরা বিভিন্ন উগ্র সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করার যে পায়তারা করছে সেটিকে আমাদের কোনভাবেই প্রশ্রয় দেয়া উচিত হবে না।
হাসান রুহানি বলেন, শত্রুদের এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হলে সব মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলামকে শান্তির ধর্ম হিসেবে তুলে ধরতে হবে।
তিনি জোর দিয়ে আরো বলেন, ইরান তার বৈজ্ঞানিক, আধ্যাত্বিক এবং রাজনৈতিক শক্তি কখনো তার প্রতিবেশী দেশ এবং এ অঞ্চলের অন্য কোন মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করবে না। ইরান আলোচনার টেবিলে যুক্তির মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করেছে বলে উল্লেখ করে ড. রুহানি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা আমাদের এ সক্ষমতা ও শক্তি ব্যবহার করব।
ইরান ইসলামি আদর্শ এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখানোর পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সচেষ্ট বলে প্রেসিডেন্ট হাসান রুহানি মন্তব্য করেন। এছাড়া, ইরানে শিয়া ও সুন্নি মুসলমানরা সম অধিকারের ভিত্তিতে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছে বলেও জানান তিনি।#

X