‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
শনিবার

১৫ আগস্ট ২০১৫

৩:৩৩:১৩ PM
706027

মহানবি (স.) এর সময় থেকেই শিয়াদের বিরুদ্ধে মিথ্যারোপ করা হয় : হাসান খোমেনি

শিয়াদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যারোপের মাধ্যমে তাদের উপর অত্যাচার করা হয়েছে এবং এ বিষয়টি ইসলামের প্রাথমিক যুগ -মহানবি (স.) এর জীবদ্দশা- থেকে এ পর্যন্ত অব্যাহত রয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা -বনা- : আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাধারণ পরিষদের ষষ্ঠ অধিবেশনের অতিথিরা গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি (রহ.) এর মাজার যিয়ারত করেছেন।

পুষ্পস্তবক অর্পন, ফাতিহা পাঠ ও যিয়ারত পাঠের পর অতিথিরা ইমাম খোমেনি (রহ.) এর পৌত্র হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ হাসান খোমেনি’র সাথে সাক্ষাত এবং তার ইমামতিতে মাগরিব ও এশার নামায আদায় করেন।

ইমাম খোমেনি (রহ.) এর মাজারের মুতাওয়াল্লি এ সাক্ষাত অনুষ্ঠানে বক্তৃতাকালে অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন : বর্তমানে শত্রুরা মুসলমানদের উপর বিভিন্ন অপবাদ আরোপ করছে। এ সকল অপবাদের ফলে মুসলমানদের সামনে রয়েছে কন্টকপূর্ণ দীর্ঘ পথ।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘সৈয়দ হাসান খোমেনি’ বলেন : ইতিহাস এ বিষয়ের সাক্ষী যে, শিয়াদের উপর নানা ধরনের মিথ্যা আরোপ করা হয়েছে এবং এর মাধ্যমে তাদের উপর অত্যাচার করা হয়েছে। এ বিষয়টি ইসলামের প্রাথমিক যুগে -মহানবি (স.) এর জীবদ্দশা- থেকে এ পর্যন্ত অব্যাহত রয়েছে।

তার সংযোজন : শেইখ সাদুক তার আমালি গ্রন্থে ইমাম সাদিক (আ.) থেকে বর্ণনা করেছেন, যাতে উল্লেখ করা হয়েছে যে, ‘তাঁর যুগেও শিয়াদের উপর –বিশেষতঃ শিয়াদের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের উপর- এ ধরনের অপবাদ আরোপ করা হত’। অতএব, আমরা আমাদের শত্রু এবং মুনাফিকদের থেকে এর ব্যতিক্রম কিছু আশা করতে পারি না।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাধারণ পরিষদের এ সভায় মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুর প্রতি আলোকপাত করার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন : বর্তমানে আমরা এমনই এক সময়ে এসে উপনীত যে, যদি এ সময়ের সঠিক ব্যবহার করতে পারি তাহলে মহানবি (স.) কর্তৃক আনীত খাঁটি ইসলামকে বিশ্বব্যাপী প্রসার ঘটাতে সক্ষম হব।

প্রকৃত ইসলাম থেকে দূরে সরে যাওয়ার মূলে রয়েছে অবহেলা ও ভুল –এ কথা উল্লেখ করে তিনি বলেন : এ ধরনের বিষয়াদি থেকে দূরে থাকতে হবে। বর্তমান সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উম্মাহর সংহতি, বিভেদ-বিচ্ছেদ থেকে দূরে থাকা এবং মতানৈক্যের আহবানে না-সূচক জবাব দেওয়া।

হুজ্জাতুল ইসলাম হাসান খোমেনি বলেন : বর্তমান মুসলিম সমাজে বিদ্যমান শিশুসুলভ ও জাতিগত একগুঁয়েমী, ইসলাম দেশসমূহের উজ্জ্বল ভবিষ্যতের পথে অন্যতম প্রধান বাধা। অতএব, মুসলমানদের –বিশেষতঃ ইসলামি দেশসমূহের কর্মকর্তাদের- উচিত এ বিষয়ের প্রতি বিশেষ নজর দেওয়া এবং মুসলিম উম্মাহ’র মাঝে যাতে বিভেদ-বিচ্ছেদের সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকা।#