‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
বুধবার

১৯ আগস্ট ২০১৫

৩:১২:৫০ AM
706615

বিভেদ সৃষ্টি ও শিয়াদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে আলে খলিফা : আল-উইফাক সদস্য

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাধারণ পরিষদের ষষ্ঠ অধিবেশনে বাহরাইনের আল-উইফাক সোসাইটির সক্রিয় এক সদস্য বলেছেন : বাহরাইন সরকার শিয়াদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কিন্তু সচেতন জনতা সৃষ্ট সমস্যা দূর করতে সোচ্চার।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা- : আল-উইফাক সোসাইটির সক্রিয় সদস্য আহলে বাইত (আ.) বিশ্বংসংস্থার সাধারণ পরিষদের ষষ্ঠ অধিবেশনের অবকাশে আয়োজিত ইমাম সাজ্জাদ (আ.) আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতাকালে বলেছেন : আমি ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার –বিশেষতঃ এ সংস্থার মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘মুহাম্মাদ হাসান আখতারির’ প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ সর্ব অবস্থাতেই তারা বাহরাইনের নির্যাতিত জনগণের পাশে ছিলেন।

শাইখ হাসান সুলতান বলেন : বাহরাইনের শান্তিপূর্ণ গণবিপ্লবের চারটি বছর পার হলেও সরকার এখনো শান্তিপূর্ণ বিপ্লবীদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করছে। সরকার ও জগণের মাঝে একতরফা সংঘর্ষের ফলে প্রাণহানী ঘটছে শিয়াদের –এ থেকে প্রমাণিত হয় যে, তারা শিয়াদের নাম-নিশানা মিটিয়ে দিতে চায়। কিন্তু সব বাধা পেরিয়ে আমাদের এ শান্তিপূর্ণ বিপ্লব অবশিষ্ট থাকবে।

তার সংযোজন : বাহরাইনের শাসক গোষ্ঠী দেশটির শাসনভার পরিপূর্ণরূপে বিদেশীদের হাতে সোপর্দ করেছে এবং বিদেশীরা সামরিক অস্ত্র ও অর্থ ব্যবহারের মাধ্যমে এ আগুন আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার অপচেষ্টায়রত।

শিয়াদের ভাবমূর্তি বিনষ্ট এবং তাদের মাঝে বিভেদ সৃষ্টির লক্ষ্যে বাহরাইন সরকার তৎপর –এ কথা উল্লেখ করে শাইখ হাসান সুলতান বলেন : বাহরাইনের জনগণ সকল প্রতিকূলতা পাড়ি দেবে, কিন্তু এ ধরনের প্রতারণার জালে পা দেবে না।

তিনি বলেন : বাহরাইনের জনগণ তাদের শান্তিপূর্ণ অবস্থান ধরে রেখেছে এবং কখনই সহিংস কোন পদক্ষেপ তারা নেয়নি।

বাহরাইনের সাবেক সংসদ সদস্য বলেন : বাহরাইন সরকার সর্বদা বাহরাইনের যুবক ও এ্যাক্টিভিস্টদেরকে সীমাবদ্ধ করার চেষ্টায়রত, যেমন তারা মেধাবী শিয়া যুবকদেরকে শিয়া হওয়ার অভিযোগে শিক্ষা থেকে বঞ্চিত করে।

তিনি তার বক্তব্যের শেষাংশে বলেন : নানান সমস্য ও প্রতিকূলতার মাঝে আমরা কখনই নিরাশ হবো না। কারণ বাহরাইনের জনগণ সচেতন এবং তারা শাইখ ঈসা কাসেমের ন্যায় ব্যক্তিত্বের নির্দেশনাকে ফলো করে।