‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
সোমবার

৩১ আগস্ট ২০১৫

৩:৩০:৪৪ AM
708414

অধিবেশনে অংশগ্রহণ শেষে গ্রেফতার হলেন মাজমা’র দুই মিসরীয় সদস্য

মাজমা’র সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে মিসরে প্রত্যাবর্তনের পর গ্রেফতার হয়েছেন এ সংস্থার সাধারণ পরিষদের দুই মিসরীয় সদস্য।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা -বনা- : আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)-এর সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে ইরান সফরকারী সংস্থার দুই মিসরীয় সদস্যকে কায়রো বিমানবন্দর থেকে আটক করা হয়েছে!

এ সফরের কারণে মাজমা’র দুই সদস্য ‘ড. রাসেম আন-নাফিস’ ও ‘সৈয়দ তাহের আল-হাশেমি’কে সন্দেহ ভাজনদের তালিকায় অন্তর্ভুক্ত করার পর গত ২৬শে অক্টোবর রাতে ইরান থেকে ফেরার পর কায়রো বিমানবন্দরে তাদেরকে আটকে রাখা হয়। এ সময় তাদের সাথে থাকা সকল ব্যাগ জব্দ ও তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

ছাড়া পাওয়ার পর ড. নাফিস মিসর গণমাধ্যমের উদ্দেশ্যে তাদের প্রত্যাবর্তনের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন : মনে হচ্ছে আমরা ২৫ জানুয়ারীর বিপ্লবের পূর্বের সময়ে ফিরে গেছি!

তিনি বলেন : ডিউটিরত কর্মকর্তারা আমার পাসপোর্ট বাতিল করে দিয়েছেন।

সম্প্রতি বছরগুলোতে ওয়াহাবি ও সালাফিদের উস্কানিতে মিসরে শিয়া বিরোধী তৎপরতা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়তই আহলে বাইত (আ.) এর অনুসারীদের বিরুদ্ধে নানান সমস্যা সৃষ্টি করা হচ্ছে। অথচ এদেশের শিয়ারা শিয়া-সুন্নি মধ্যকার ঐক্যের বিষয়টিকে সব সময় গুরুত্ব দিয়ে দেখে এবং এ দু’টি মাযহাবকে নিকটবর্তী করণের লক্ষ্যে সদা সচেষ্ট, কিন্তু ওয়াহাবি ও সালাফিদের আচরণ এর বিপরীতে।

এর আগে গত ২০শে মে ২০১৫ সৈয়দ তাহের আল-হাশেমিকে গ্রেফতার করা হয়। এ সময় সালাফিরা তার বিরুদ্ধে ইরানের সাথে সামরিক ও গোয়েন্দা সহযোগিতার অভিযোগ তুলে তাকে গ্রেফতারের জন্য মিসর নিরাপত্তা বিভাগের প্রতি দাবী জানায়! ঐ অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় পরাবর্তীতে তাকে ছেড়ে দেয় মিসর নিরাপত্তা বিভাগ।

বলাবাহুল্য, ড. আহমাদ রাসেম আন-নাফিস ও সৈয়দ তাহের আল-হাশেমি মিসরে বিভিন্ন ইলমি, সামাজিক ও সংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার পাশাপাশি আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাধারণ পরিষদের সদস্যও। মাজমা’র সাধারণ পরিষদ বিশ্বের ১২০টি দেশের সদস্যদের নিয়ে গঠিত।#