‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার

৬ অক্টোবর ২০১৫

১২:৪০:৪৭ PM
713882

মাজমা’র কর্মকর্তাদের উপস্থিতিতে,

৫টি ডিজিটাল পণ্যের মোড়ক উন্মোচন

মাজমা’র উচ্চতর পরিষদের প্রধান ও মহাসচিবের উপস্থিতিতে মাজমা’র ৫টি ডিজিটাল পণ্যের মোড়ক উন্মোচিত হয়েছে।

হলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত এ সংস্থার আঞ্চলিক অফিসে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)’র উচ্চতর পরিষদের প্রধান ‘আয়াতুল্লাহ মুজতাহেদি শাবেস্তারি’ এবং মহাসচিব ‘মুহাম্মাদ হাসান আখতারি’ উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মাজমা’র ৫টি নতুন ডিজিটাল পণ্যের মোড়ক উন্মোচন করা হয়।

মাজমা’র আঞ্চলিক শাখা প্রধান তার বক্তব্যে আহলে বাইত (আ.) এর সংস্কৃতি প্রচার ও প্রসারে ১ হাজার ৭ শত গ্রন্থ ও সফ্টওয়্যার তৈরিকে অত্যন্ত ফলপ্রসু পদক্ষেপ বলে উল্লেখ করেন।

হুজ্জাতুল ইসলাম সৈয়দ কাযেম যাফরান চিলের বলেন : বিশ্বের বিভিন্ন ধর্ম ও মাযহাবের অনুসারীদেরকে আহলে বাইত (আ.) এর মাযহাব সম্পর্কে পরিচিত করতে আন্তর্জাতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিভিন্ন বিষয় ভিত্তিক সেমিনারের আয়োজন, বিশ্বের বিভিন্ন প্রান্তে দক্ষ মোবাল্লিগ প্রেরণ এবং ডিজাটাল লাইব্রেরির চালু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ সময় তিনি ইরানের উত্তর-পশ্চিম অঞ্চলীয় মাজমা’র কার্যালয়ের পক্ষ থেকে নতুন এ সকল ডিজিটাল পন্য তৈরীর বিষয়ে সংস্থা’র সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

নতুন সফ্টওয়্যারগুলো হচ্ছে :

(১) যিকরা; ৫টি ভাষায় –আরবি, ইংরেজি, ফার্সি, তুর্কি ও উর্দু’- কুরআন কারিম, নাহজুল বালাগাহ ও সাহিফায়ে সাজ্জাদিয়া ভিত্তিক সফ্টওয়্যার। যা উইন্ডোজের জন্য তৈরী করা হয়েছে।

(২) ইমাম সাজ্জাদ (আ.) এর ‘রেসালাতুল হুকুক শীর্ষক পুস্তিকা যা আরবি, ইংরেজি, ফার্সি, ফ্রেঞ্চ, ইতালীয়, সাওয়াহেলি, থাই ও তাজিকি ভাষায় এ্যান্ড্রোয়েড এ্যাপ আকারে প্রকাশিত হয়েছে।

(৩) ‘মিফতাহ’; এতে রয়েছে ৭০ হাজার ধর্ম ভিত্তিক প্রশ্নের উত্তর। এটি এ্যান্ড্রোয়েড ফরম্যাটে আরবি, ইংরেজি, ফার্সি, তুর্কি ও উর্দু ভাষায় বানানো হয়েছে।

(৪) নিষ্পাপ ইমামগণ (আ.) এর জীবনীর উপর লেখা মহামান্য রাহবারের গ্রন্থ ভিত্তিক এ্যাপ। যা ইংরেজি, ফ্রেঞ্চ ও হুসা ভাষায় প্রস্তুত করা হয়েছে।

(৫) আল-হাকিকাহ ; আল-মুরাজায়াত গ্রন্থ ভিত্তিক একটি এ্যাপ।

উল্লেখ্য, অনুষ্ঠানটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি কারী জনাব ‘হামেদ ওয়ালি যাদেহ’র তেলাওয়াতের মাধ্যমে সমাপ্ত হয়।#