‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২৩ ডিসেম্বর ২০১৫

১২:৫৯:৪৩ PM
726468

অবশেষে;

গ্রেফতার দেখানো হল শাইখ যাকযাকিকে

দশদিন পার হয়ে যাওয়ার পর অবশেষে ‘শাইখ যাকযাকি’কে গ্রেফতার দেখিয়েছে নাইজেরিয়া পুলিশ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : ১০ দিন কোন তথ্য প্রকাশ না করার পর অবশেষে শাইখ যাকযাকিকে গ্রেফতার দেখিয়েছে নাইজেরিয়া পুলিশ।

নাইজেরিয়া পুলিশের মহাপরিদর্শক ঘোষণা করেছেন : নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের প্রধান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

সোলোমোন আরাসা বলেন : একটি ক্লিনিকে শাইখ যাকযাকির চিকিৎসা চলছে।

Nigerian Supreme Council for Islamic Affairs (NSCIA)-এর একটি তদন্ত কমিটির সাথে সাক্ষাতে এ তথ্য প্রকাশ করেন নাইজেরিয়া পুলিশের মহাপরিদর্শক।

ঐ পরিষদের সদস্যরা শাইখ যাকযাকির অবস্থান জানতে চেয়ে তার সাথে সাক্ষাতের আশা ব্যক্ত করলে সোলোমোন আরাসা তাদেরকে নিরাশ করে বলেন : তার চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত তার সাথে সাক্ষাত করা সম্ভব নয়!

নাইজেরিয়ার রাজধানী ‘আবুজা’তে অনুষ্ঠিত এ সাক্ষাতে বারবারই তিনি এ কথা বলেছেন যে, শাইখ যাকযাকি শংকামুক্ত এবং তার অবস্থা উন্নতির দিকে।

তিনি আরো বলেন : শাইখ সুস্থ হওয়ার পরও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে কোন নির্দেশ না আসা পর্যন্ত তার সাথে সাক্ষাত করা যাবে না!

এ সাক্ষাতে নাইজেরিয়ার ইসলাম বিষয়ক উচ্চতর পরিষদের (NSCIA) ঐ তদন্ত টিমের পক্ষ থেকে দাফনের জন্য শহীদদের পরিবারের নিকট তাদের লাশ হস্তান্তরের আহবান জানানো হয়।

পাশাপাশি এ ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা ঘোষণা এবং আটক আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করার প্রতি আহবান জানান তারা।

বলাবাহুল্য, নাইজেরীয় শিয়াদের উপর এদেশের সেনাবাহিনীর বর্বর হামলার ঘটনার তদন্তের জন্য গত সপ্তাহে ৭ সদস্যের এ তদন্ত কমিটি গঠিত হয়েছে। নাইজেরিয়ার গণমাধ্যম দাবী করেছে যে, এই কমিটি উভয় পক্ষের মতামত শুনে NSCIA-এর নিকট প্রতিবেদন পেশ করবে।#