‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২৫ ডিসেম্বর ২০১৫

২:৩৪:৩০ PM
726839

আল্লামা যাকযাকির মুক্তির দাবীতে নাইজেরিয়ায় বিক্ষোভ (ছবি)

নাইজেরিয়ার কানো, সোকোটো ও কাস্টিনা শহরের জনগণ শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের প্রধান শাইখ যাকযাকির মুক্তির দাবী জানিয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : যারিয়া শহরে সম্প্রতি শত শত মুসলমান হত্যা ও এদেশের শীর্ষস্থানীয় আলেম আল্লামা যাকযাকিকে গ্রেফতারের প্রতিবাদে নাইজেরিয়ার বিভিন্ন শহরের হাজার হাজার জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

পবিত্র মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত র‌্যালীতে যারিয়া শহরের মুসলমানদের উপর হামলার নিন্দা জানিয়েছে কানো শহরের জনগণ।

গতকাল (বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর) আয়োজিত এ সমাবেশে আব্দুল হামিদ ব্লো –সমাবেশ আয়োজনকারীদের একজন- বিবৃতি পাঠ করেন। ঐ বিবৃতিতে যারিয়া শহরের মুসলমানদের উপর গণহত্যা এবং আল্লামা যাকযাকিকে গ্রেপ্তারের নিন্দা জানানো হয়।

তিনি বলেন : এ বিষয়ে আমরা ন্যায়বিচার চাই।

এদিকে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোটো ও কাস্টিনা প্রদেশের জনগণ শান্তিপূর্ণ মিছিলে শাইখ যাকযাকিসহ এ ঘটনায় আটক অপর ব্যক্তিদের দ্রুত মুক্তির দাবী জানিয়েছে।

উল্লেখ্য, দুই সপ্তাহ পূর্বে নাইজেরিয়ার সেনাবাহিনী যারিয়া শহরের একটি ইমামবাড়িতে হামলা চালায়। বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবেদনের ভিত্তিতে ঐ হামলায় শত শত মুসলিম শহীদ হন এবং আহত হন বহু লোক।

ঐ সকল ব্যক্তিরা কয়েকদিন পূর্বে নাইজেরিয়ার সেনাপ্রধানকে হত্যা করতে চেয়েছিল বলে নাইজেরিয় সেনাবাহিনী যে দাবী করেছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে নাইজেরিয়ার ইসলামি মুভমেন্ট। ইতিমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে নাইজেরিয়া সরকার।#