‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
শুক্রবার

১ জানুয়ারী ২০১৬

৪:৫৮:২৫ AM
727897

যাকযাকির বিরুদ্ধে যড়যন্ত্রের অভিযোগ আনল নাইজেরিয়া আদালত

নাইজেরিয়ার প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ আয যাকযাকির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির সরকার।

আবনা ডেস্ক : নাইজেরিয়ার প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ আয যাকযাকির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির সরকার। নাইজেরিয়ার জনগণকে উসকানি দেয়ার পাশাপাশি কথিত ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাইজেরিয়ার আদালত আয যাকযাকির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
গত মঙ্গলবার কাদুনা রাজ্যের চিফ ম্যাজিস্ট্রেট আদালতে যাকযাকি এবং তার কয়েকজন সহযোগিকে উপস্থিত করে তাদেরকে রিমান্ডে নেয়া হয় বলে কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে আদালতের শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে কিনা সেই ব্যাপারে সংবাদ মাধ্যমগুলো স্পষ্ট কিছু জানায় নি।
পুলিশের জনসংযোগ কর্মকর্তা ওলাবিসি কোলাওল জানিয়েছেন, জনগণকে উসকানি দেয়ার মাধ্যমে অপরাধমূলক ষড়যন্ত্র করার অভিযোগে শিয়া নেতা যাকযাকিকে আদালতে উপস্থিত করা হয়।কারাগারে তাকে রিমান্ডে নেয়ার পাশাপাশি মামলা মূলতবি ঘোষণা করা হয়।
গত ১৩ ডিসেম্বর নাইজেরিয়ার সেনাবাহিনী আয়াতুল্লাহ যাকযাকির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করার পর থেকে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।সেই সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের কয়েকজন সিনিয়র নেতা এবং দলটির মুখপাত্র সহ শত শত ব্যক্তি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়।#