‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২ জানুয়ারী ২০১৬

৩:১১:১২ AM
728083

নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের নেতা শাইখ যাকযাকির মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কানাডার জনগণ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : কানাডার রাজধানী অটোয়া শহরের জনগণ, নাইজেরিয়া হাই কমিশনের সামনে সমবেত হয়ে এদেশের শিয়াদের গণহত্যার নিন্দা জানিয়েছে। এ সময় তারা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে শিয়াদেরকে গণহত্যা ও উদ্ভট অভিযোগে শাইখ যাকযাকিকে আটকের নিন্দা জানায়।

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘নাইজেরিয়া সেনাবাহিনী ও বোকো হারামের মাঝে পার্থক্য নেই’, ‘যাকযাকি যিন্দাবাদ’, ‘যাকযাকির মুক্তি চাই’ ইত্যাদি শ্লোগান দেন।

সমাবেশ বক্তারা বলেন : নাইজেরিয়া সেনাবাহিনী এখনো দেশটির অপহৃত মেয়েদেরকে উদ্ধার করতে পারেনি, নিরাপরাধ শিয়াদের উপর গণহত্যা শুরু করেছে।

প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে আবাল-বৃদ্ধ-বনিতা এ মানববন্ধনে অংশগ্রহণ করে শাইখ যাকযাকির মুক্তির দাবী জানান।

উল্লেখ্য, নাইজেরিয়ার শিয়াদের গণহত্যা এবং ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়া’র প্রধান আল্লামা শাইখ যাকযাকির গ্রেপ্তারের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদের ঝড় উঠেছে।#