‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : banglanews24
সোমবার

২২ ফেব্রুয়ারী ২০১৬

৪:৫৫:০৪ PM
736388

ক্যামেরুনে আত্মঘাতী বোমায় নিহত ২৪

ক্যামেরুনে খাবার বিক্রেতার ছদ্মবেশে বাজারে গিয়ে বোমা হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করেছে দুই নারী আত্মঘাতী হামলাকারী।

আবনা ডেস্ক: ক্যামেরুনে খাবার বিক্রেতার ছদ্মবেশে বাজারে গিয়ে বোমা হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করেছে দুই নারী আত্মঘাতী হামলাকারী।
শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে মেমে টাউনের ওই বাজারটিতে চালানো এ হামলায় আরো ১১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তের ক্যামেরুনের মোরা শহরে এর আগে আত্মঘাতী হামলা চালানো হলেও মেমেতে এ ধরনের হামলা এই প্রথম।
গত সপ্তাহে ক্যামেরুনের সামরিক বাহিনী এক অভিযানে বোকো হারামের ১৬২ জন জঙ্গিকে হত্যা এবং প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করে।
ক্যামেরুনের একটি সামরিক সূত্র জানিয়েছে, দুজন কিশোরি আত্মঘাতী হামলাটি চালিয়েছে।
কিশোরি ও তরুণীরা এই এলাকায় এ পর্যন্ত বেশ কয়েকটি আত্মঘাতী হামলা চালিয়েছে।
আরেকটি সামরিক সূত্র বলেছে, “বাজারটি নারীদের হওয়ায় কিশোরি দুটি তার সুযোগ নিয়েছে। তারা খাবার বিক্রেতার ছদ্মবেশে বাজারে এসেছিল, কিন্তু তাদের খাবারের পাত্রে খাবারের বদলে বিস্ফোরক ছিল।”
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও দেশটির কর্মকর্তারা সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামকেই দায়ী করেছেন।
সরকারি ও সামরিক সূত্রের তথ্যানুযায়ী বোকো হারামের সহিংসতা ও বর্বরতায় ক্যামেরুনে এ পর্যন্ত প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছেন।#