‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
রবিবার

২৭ মার্চ ২০১৬

৪:১৫:৩২ PM
743537

আয়াতুল্লাহ আয-যাকযাকির মুক্তির দাবিতে নাইজেরিয়ায় আবারো বিক্ষোভ

আয়াতুল্লাহ আয-যাকযাকির মুক্তির দাবিতে নাইজেরিয়ায় আবারো বিক্ষোভ।

আবনা ডেস্ক: নাইজেরিয়ার প্রখ্যাত শিয়া আলেম এবং ইসলামি আন্দোলনের নেতা আয়াতুল্লাহ ইব্রাহিম আয-যাকযাকিকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়ে দেশটির হাজার হাজার মানুষ নতুন করে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন।
আয়াতুল্লাহ যাকযাকিসহ নাইজেরিয়ার সেনাবাহিনীর হাতে নিহত বা আটক অন্যান্য মুসলমানের ছবি বহন করে বিক্ষোভকারীরা দেশটির লাফিয়া, কাতসিনা, গোম্বে এবং কাদুনা শহরে শান্তিপূর্ণ মিছিল করেছেন।
এছাড়া, বিক্ষোভকারীরা যাকযাকির মুক্তির দাবি জানানোর পাশাপাশি তার বহু সমর্থককে আটক রাখার প্রতিবাদে নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
নাইজেরিয়ার সেনাবাহিনী ২০১৫ সালের ডিসেম্বর মাসে দেশটির জারিয়া শহরে শিয়া মুসলমানদের এক সমাবেশে ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় শত শত মুসলমান নিহত এবং ইসলামি আন্দোলনের নেতা ইব্রাহিম জাকজাকি গুরুতর আহত হন। কোনো কোনো সূত্র জানিয়েছে, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশটির সেনাপ্রধান লে. জেনারেল তুকুর ইউসুফ বুরাতাই’র গাড়ির বহর থামিয়ে দেয়ার চেষ্টা করলে ওই কেন্দ্রে হামলা চালায় সেনাবাহিনী। তবে ইসলামি আন্দোলন এই অভিযোগ ডাহা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।#