‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : BBC, Banglamail24
মঙ্গলবার

২৯ মার্চ ২০১৬

১:১৩:১৩ AM
743795

সোমালিয়ায় আল শাবাবের ১১৫ জঙ্গি নিহত

সোমালিয়ায় সরকার বাহিনীর অভিযানে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের কমপক্ষে ১১৫ জঙ্গি নিহত হয়েছে।

আবনা ডেস্ক : সোমালিয়ায় সরকার বাহিনীর অভিযানে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের কমপক্ষে ১১৫ জঙ্গি নিহত হয়েছে। দেশটির স্থানীয় সরকারের বরাত দিয়ে বিবিসি এ সংবাদ জানিয়েছে।
সরকারপন্থি যোদ্ধাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর মধ্যে বন্দুক যুদ্ধে এই জঙ্গিরা নিহত হয়। এছাড়া ১১০ জঙ্গিকে আটক করা হয়েছে বলেও জানান তারা। তবে খবরের সত্যতা নিয়ে সংশয় রয়েছে।
সোমালিয়ার গালমুডাগ প্রদেশের প্রেসিডেন্ট আবদিকারিম হোসাইন জানান, ‘আমাদের নিরাপত্তা বাহিনী জঙ্গি নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা উত্তরে জঙ্গিদের স্থিতিশীল কোন ঘাঁটি তৈরির সুযোগ দেবো না।’
অন্য এক সরকারী বার্তায় বলা হয়, মাত্র ৪ দিনের এই অভিযানে গালমুডাগ সীমান্ত ও পুন্টাল্যান্ডে থাকা সৈন্যদের পরাজিত করতে সক্ষম হয়েছে সরকারী বাহিনীর যোদ্ধারা।
দক্ষিণ সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের প্রায় ২২ হাজার সৈন্য জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ রয়েছে। এ সম্পর্কে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মুহাম্মদ বলেছেন, ওই যুদ্ধে এখনো পর্যন্ত প্রায় ১শত ১৮ জন কেনিয়ান সৈন্য নিহত হয়েছে। যাদের সবাই আফ্রিকান ইউনিয়নের সৈন্যবাহিনীর সদস্য।#