আবনা ডেস্ক : উগ্রপন্থা ঠেকাতে বিশ্বের সবচেয়ে দীর্ঘ মিনারের মসজিদ নির্মাণ করছে আলজেরিয়া। এই মসজিদে নামাজ পড়ার পাশপাশি থাকবে বিশাল পাঠাগার এবং কোরআন শিক্ষার স্কুল।
ডিজামা এল ডিজাজায়ের নামে ওই মসজিদ নির্মাণে ১৪০ কোটি ডলার ব্যয় হবে।
বিশ্বের সর্বোচ্চ ৮৭৪ ফুট উঁচু মিনার বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে ১ লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
মসজিদ কমপ্লেক্সে থাকবে ১০ লাখ বইয়ের একটি বিশাল গ্রন্থাগার। তিনশ' শিক্ষার্থীর জন্য থাকবে কোরআন শিক্ষার একটি স্কুল। এছাড়া এতে ইসলামি সংস্কৃতি ও ইতিহাস-বিষয়ক একটি জাদুঘর থাকবে।
আগামী ২০১৭ সাল নাগাদ নির্মাণ সম্পন্ন হতে যাওয়া মসজিদটি অন্যতম পর্যটনকেন্দ্র হতে পারে।
উত্তর আফ্রিকার এই দেশটিতে ১৯৯০ সালে সরকার ও ইসলামপন্থি জঙ্গিদের মধ্যে গৃহযুদ্ধে দুই লাখ মানুষ নিহত হন। এরপর থেকে প্রায় দুই দশক ধরে আলজেরিয়ার বিভিন্ন এলাকায় আল কায়েদা ও অন্য জঙ্গি দলগুলো সক্রিয় রয়েছে।
গৃহায়ন মন্ত্রীর উপদেষ্টা আহমেদ মাদানি বলেন, ১৯৬২ সালে মসজিদটি নির্মানের চিন্তা ছিল সরকারের। ওই বছরই আলজেরিয়া ফ্রান্স থেকে আলাদা হয়েছিল।
অবশ্য তেলের দাম কমে যাওয়ায় দেশটি আর্থিক মন্দার এই সময়ে এতো বড় মসজিদ নির্মাণের সমালোচনাও রয়েছে। এছাড়া দীর্ঘ মিনার নির্মাণের বিরোধিতা করে অনেকে ভূমিকম্প ঝুঁকির কথা বলছেন।#
সূত্র : Jugantor
শনিবার
৭ মে ২০১৬
১:৪৮:৪৭ AM
752497
উগ্রপন্থা ঠেকাতে বিশ্বের সবচেয়ে দীর্ঘ মিনারের মসজিদ নির্মাণ করছে আলজেরিয়া।