‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২১ মে ২০১৬

১২:৩৩:৫৮ PM
755522

তানজানিয়ার মসজিদে হামলা : ৩ ব্যক্তির প্রাণহানী

তানজানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুয়াঞ্জা শহরের ‘রাহমানি’ মসজিদে সন্ত্রাসী হামলায় পেশ ইমামসহ ৩ জন মুসল্লি প্রাণ হারিয়েছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : গতকাল (বৃহস্পতিবার, ৩০ মে) নেকাবধারী সশস্ত্র ৫ ব্যক্তি তানজানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুয়াঞ্জা শহরের ‘রাহমানি’ মসজিদের মুসল্লিদের উপর হামলা চালায়। এতে মসজিদের পেশ ইমামসহ ৩ জন মুসল্লি প্রাণ হারিয়েছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক লোক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, হামলার পূর্বে আগ্রাসীরা মুসল্লিদের উদ্দেশ্যে বলে, ‘তোমরা কিভাবে নামায পড়ছো যখন তোমাদের বন্ধুরা কারাগারে অবস্থান করছে’।

কোন দলই এ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেনি। তবে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ এ হামলা চালিয়েছে বলে অনেকে ধারণা করছে।

কয়েকজন নেকাবধারী ব্যক্তির একটি ভিডিও প্রকাশের পর এ হামলার ঘটনা ঘটলো। ভিডিওতে নেকাবাধারীরা নিজেদেরকে পূর্ব আফ্রিকায় দায়েশের সদস্য বলে পরিচয় দিয়েছিল।# (ইকনা)