‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : শীর্ষনিউজ
মঙ্গলবার

২৪ মে ২০১৬

১২:২০:৫০ AM
755977

লিবিয়া উপকূলে ৮৫০ অভিবাসীকে উদ্ধার

লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার পথে অন্তত ৮৫০ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

আবনা ডেস্ক: লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার পথে অন্তত ৮৫০ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
রোববার লিবিয়ার উপকূল এলাকা থেকে অভিবাসীদের উদ্ধার করে দেশটির কোস্টগার্ড সদস্যরা।
দেশটির এক মুখপাত্র গণমাধ্যমে জানান, উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীরা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছেন। এদের মধ্যে ৭৯জন নারী রয়েছেন, যার মধ্যে ১১জন গর্ভবতী।
রাজধানী ত্রিপোলির পশ্চিমে সাবরাথা উপকূল এলাকায় সাতটি বায়ু ভর্তি নৌকায় তারা ভাসছিলেন।
দেশটির কর্তৃপক্ষ জানায়, এ বছর প্রায় ৩০ হাজার অভিবাসন প্রত্যাশী লিবিয়া হয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছে।
এই উদ্ধারের ঘটনা এমন সময় ঘটলো যখন তুরস্কে জাতিসংঘের আহ্বানে মানবিক সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান, প্রতিনিধি, দাতা সংস্থা এবং অন্যান্য নেতারা মানবিক বিপর্যয় এড়াতে সাহায্য-সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন ও কর্মপরিকল্পনা গ্রহণ করবেন।# বিবিসি