‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

৬ জুন ২০১৬

২:৪১:০৬ PM
758563

একটি ছবি, একটি স্মৃতি;

মোহাম্মাদ আলী ক্লে’র ইমাম হুসাইন (আ.) এর মাজার যেয়ারতের ছবি

বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মাদ আলী ক্লে গত শুক্রবার রাতে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: বিরল এ ছবিটি বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মাদ আলী ক্লে’র ইমাম হুসাইন (আ.) এর মাজার যেয়ারতের সময় তোলা হয়েছে। তিনি গত শুক্রবার রাতে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিংশ শতাব্দি’র অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়াবিদ মুহাম্মাদ আলী ক্লে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন অ্যারিজোনার ফিনিক্স-এরিয়া হাসপাতালে। আর ফেরা হলো না সেখান থেকে। গত শুক্রবার রাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সর্বকালের অন্যতম সেরা এই ক্রীড়াবিদ।

মোহাম্মাদ আলী ক্লে ১৯৬৫ সালে ইসলাম গ্রহণ করেন। তিনি পশ্চিমা যুবকদের মাঝে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়া এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনে ব্যাপক অনুপ্রেরণা জাগিয়েছিলেন।

মোহাম্মাদ আলী ক্লে ১৯৯০ সালে তার ইরাক সফরে নাজাফ শহরে হযরত আমিরুল মু’মিনীন আলী (আ.)  এবং কারবালা শহরে ইমাম হুসাইন (আ.) এর মাজার যেয়ারত করেন। তিনি ১৯৯৩ সালে ইরান সফরও করেন। এ সফরে তিনি নবীবংশের অষ্টম ইমাম রেজা (আ.) এর মাজার যেয়ারত করেন।

নীচের দু’টি ছবিতে তাকে ইমাম হুসাইন (আ.) এর মাজার যেয়ারত করতে দেখা যাচ্ছে।

 

১৯৪২ সালের ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইসভিলে জন্ম তার। বাবা ক্যাসিয়াস মারসেলাস ক্লে’র নামানুসারে প্রথমে নাম রাখা হয়েছিল ক্যাসিয়াস মারসেলাস ক্লে জুনিয়র। পরে ১৯৭৫ সালে ইসলাম গ্রহণের পর নিজেই মোহাম্মদ আলী নাম বেছে নেন।

শুধু রিংয়েই নয়, রিংয়ের বাইরেও তাঁর মুখ চলত সমান তালে। সরব ছিলেন নিপীড়িত মানুষের অধিকারের দাবিতে। প্রথমবার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতার মাত্র ৩ বছর পর তাঁকে ভিয়েতনাম যুদ্ধে পাঠানোর চেষ্টা করেছিল আমেরিকান সরকার। কিন্তু আলী তা সরাসরি প্রত্যাখান করে বলে দিয়েছিলেন, তিনি ভিয়েতনাম যুদ্ধের বিপক্ষে৷ কোনো অবস্থাতেই তাঁদের বিরুদ্ধে যুদ্ধে করবেন না-এটাও জানিয়ে দিয়েছিলেন স্পষ্টভাবে।

গত সেপ্টেম্বর মাসে তার সর্বশেষ বিবৃতিতে তিনি ‘যুক্তরাষ্ট্রে মুসলমান প্রবেশ নিষিদ্ধ করার’ বিষয়ে করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়েছিলেন।

মোহাম্মাদ আলী ১২ বছর বয়স থেকে বক্সিং শুরু করেন। এর মাত্র ৬ বছর পর ১৯৬০ সালে অলিম্পিক এবং ১০ বছর পর (১৯৬৫ সালে) ওয়ার্ল্ড চাম্পিয়ন হন।#

ইরান সফরে মোহাম্মাদ আলী ক্লে