‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : banglamail24
বৃহস্পতিবার

২৩ জুন ২০১৬

১:৩১:২১ PM
761970

নাইজেরিয়ায় অনাহারে মরেছে ২০০ শরণার্থী

নাইজেরিয়ার বামায় জঙ্গি সংগঠন বোকো হারামের হাত থেকে পালানো প্রায় ২০০ শরণার্থী না খেয়ে মারা গেছে গত মাসে।

আবনা ডেস্ক: নাইজেরিয়ার বামায় জঙ্গি সংগঠন বোকো হারামের হাত থেকে পালানো প্রায় ২০০ শরণার্থী না খেয়ে মারা গেছে গত মাসে। দাতব্য মেডিকেল সংস্থা এমএসএফের বরাত দিয়ে বিবিসি এ সংবাদ জানিয়েছে।
২৪ হাজার মানুষের একটি শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে এমএসএফ এ মানবেতর পরিস্থিতির কথা জানিয়েছে। সেখনাকার অনেক আশ্রয়প্রার্থী এখনো বোকো হারামের নৃশংস কর্মকাণ্ডে গুরুতর আহত। প্রতি ৫ জন শিশুর মধ্যে একজন ভুগছে অনাহারে।
বোকো হারামের সাত বছরের বিদ্রোহী হামলায় ২০ হাজার মানুষ মারা গেছে এবং ২০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, আশ্রয় নিয়েছে শরণার্থী কেন্দ্রে। অসুস্থতা ও অনাহারে সেখানে প্রতিদিন মরছে প্রায় ৩০ জন করে।
সম্প্রতি নাইজেরিয়ার সেনাবাহিনী বোকো হারামের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। কিন্তু বোকো হারাম এখনো নাইজেরিয়ার উত্তরপূর্ব দিকের গ্রামগুলোতে হামলা চালিয়ে আগুনে পুড়িয়ে দিচ্ছে সব। এমএসএফের বিবৃতিতে জানানো হয়, বামার আশ্রিত মানুষরা জানিয়েছে প্রায় প্রতিদিনই সেখানে নতুন নতুন গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে।