সূত্র : Abna
শনিবার
২ জুলাই ২০১৬
৪:৫১:৪৮ AM
763545
বিশ্বকুদস দিবস
শত প্রতিকূলতা পেরিয়ে নাইজেরিয়ার ‘সুকুতু’ ও ‘কাদুনা’ শহরে কুদস র্যালি

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সেনাবাহিনীর শত বাধা উপেক্ষা করে নাইজেরিয়ার যারিয়া, সুকুতু, কাদুনা ও কাটসিনাসহ বেশ কয়েকটি শহরের শিয়ারা বিশ্বকুদস দিবসে র্যালির আয়োজন করেছে। নিচের ছবিগুলো ‘সুকুতু’ ও ‘কাদুনা’ শহরের র্যালি থেকে ধারণ করা হয়েছে। র্যালি দু’টি কোনরূপ সহিংসতা ছাড়াই সম্পন্ন হয়েছে। সুকুতু শহরের র্যালিতে শেইখ যাকযাকি’র প্রতিনিধি ‘শেইখ কাসেম’ জনগণের মাঝে উপস্থিত ছিলেন।