‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

৯ আগস্ট ২০১৬

১:৪১:৫২ PM
770934

শেইখ যাকযাকি’র মুক্তির দাবীতে কানো শহরের শিয়াদের বিক্ষোভ-সমাবেশ

নাইজেরিয়ার কানো শহরের শত শত শিয়া মুসলিম গত শুক্রবার বর্ষার মৌসুমের প্রচণ্ড বর্ষণকে উপেক্ষা করে শেইখ যাকযাকি’র সমর্থনে বিক্ষোভ-সমাবেশ করেছে। এ সময় তারা বিভিন্ন শ্লোগান ও প্লেকার্ড বহনের মাধ্যমে নাইজেরিয়া ইসলামি মুভমেন্টের নেতার মুক্তির দাবী জানায়।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা-: বর্ষার মৌসুমের প্রবল বর্ষণকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের মাধ্যমে নাইজেরিয়া ইসলামি মুভেমেন্টের নেতার প্রতি সমর্থন ব্যক্ত করেছে দেশটির কানো শহরের শত শত শিয়া মুসলিম।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান প্রদান ও প্লেকার্ড বহনের মাধ্যমে অনতি বিলম্বে বিশিষ্ট এ শিয়া আলেমে’র মুক্তির দাবী জানায়।

বিক্ষোভের অবকাশে ‘শেইখ সানুসি আব্দুল গাদির কুকি’ বক্তব্য রাখেন। তিনি বলেন: শেইখ যাকযাকি’র নিরাপরাধ হওয়ার বিষয়টি আর কারো অজানা নয়। শেইখ যাকযাকি’র শারীরিক অবস্থা সংকটাপূর্ণ। এমন পরিস্থিতিতে আমরা চুপ করে বসে থাকব না।

তিনি বলেন: নাইজেরিয়ার শিয়া নেতাকে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথেও দেখা করতে দেয়া হচ্ছে না। এমনকি প্রয়োজনীয় সাহায্য ও ঔষধও তাকে সরবরাহ করা হচ্ছে না।

নাইজেরিয়া ইসলামি মুভমেন্টের এ সদস্য বলেন: নাইজেরিয়া কর্তৃপক্ষ শেইখ যাকযাকিকে বিষপ্রয়োগের চিন্তা মনে লালন করছে। যাতে আস্তে আস্তে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শেইখ সানুসি বলেন: শেইখ যাকযাকি’র শারীরিক অবস্থার বিষয়ে উদ্বিগ্ন তার ভক্তরা তার নিঃশর্ত মুক্তির জন্য আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত।

তিনি তার বক্তব্যের শেষে বিক্ষোভে অংশগ্রহণকারী এবং ইসলামি মুভমেন্টে’র সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যে কোন উপায়ে ইসলামি মুভমেন্টের নেতার নিঃশর্ত মুক্তির ক্ষেত্র প্রস্তুত করতে হবে এবং এ নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ ও অনশন কর্মসূচী পালনের মাধ্যমে তার মুক্তির পথকে মসৃণ করতে হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ডিসেম্বর মাসে নাইজেরিয়া সেনাবাহিনী যারিয়া শহরে অবস্থিত বাকিয়াতুল্লাহ ইমামবাড়ি ও শেইখ যাকযাকি’র বাসগৃহে হামলা চালিয়ে বহু শিয়া মুসলিমকে হত্যাসহ বিশিষ্ট এ শিয়া আলেমকে সস্ত্রীক আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।#