‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১৯ আগস্ট ২০১৬

১১:২৯:২০ AM
772973

মরক্কোয় ৪ দায়েশ সন্ত্রাসী আটক

মরক্কোর উত্তর-পশ্চিম অঞ্চল থেকে দায়েশ সন্ত্রাসী গ্রুপের ৪ সদস্যদকে আটক করেছে মরক্কো’র নিরাপত্তা বাহিনী।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা-: আরো একটি সন্ত্রাসী গ্রুপের সন্ধানের তথ্য প্রকাশ করেছে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিম অঞ্চল থেকে ৪ দায়েশ সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী’র সদস্যরা।

আটককৃত সন্ত্রাসীরা দায়েশের সাথে বাইয়াত করেছিল এবং ‘আদ-দারুল বাইদ্বা’তে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় ছিল তাদের। মরক্কোর নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করাই ছিল এ হামলার মূল উদ্দেশ্য।

প্রসঙ্গত, বিগত বছরগুলোতে মরক্কোর হাজার হাজার নাগরিক সিরিয়ায় প্রবেশ করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপে –বিশেষতঃ দায়েশে- যোগদান করেছে। এ নাগাদ সিরিয় বাহিনীর সাথে সংঘর্ষে দেশটির কয়েকশ’ নাগরিক নিহত হয়েছে।#