‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

২৩ আগস্ট ২০১৬

২:০৪:৪২ PM
773953

৮ হাজার কিলোমিটার সাইকেলে চালিয়ে মক্কায় চীনের এক মুসলিম

তামাত্তু হজ্ব পালনের উদ্দেশ্যে চীনের জিন জিয়াং শহর থেকে মক্কার দূরত্ব ৮১৫০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে মক্কায় পৌঁছেছেন এক চাইনিজ মুসলিম।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা-: তামাত্তু হজ্ব পালনের উদ্দেশ্যে চীনের জিন জিয়াং শহর থেকে মক্কার দূরত্ব ৮১৫০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে মক্কায় পৌঁছেছেন এক চাইনিজ মুসলিম।

চীনের জিন জিয়াংয় শহরের ঐ মুসলিম বাসিন্দার নাম মুহাম্মাদ। তিনি তার বহুদিনের স্বপ্ন তামাত্তু হজ্ব পালনার্থে ৮ হাজারেরও বেশী কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে অবশেষে মক্কায় পৌঁছেছেন।

মুসলিম এ সাইক্লিস্ট চীনের জিন জিয়াং শহর থেকে ৮১৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে সৌদি আরবে প্রবেশ করেছেন। সৌদিতে পৌঁছুতে তিনি কিরঘিজিস্তান, তাজিকিস্তান, তুর্কামেনিস্তান, ইরান ও ইরাক পাড়ি দিয়েছেন।

চলার পথে বিভিন্ন শহরের মুসলমানরা তাকে উষ্ঞ অভ্যর্থনা জানিয়েছে। সৌদি আরবে প্রবেশের পর তায়েফ শহরের সাইক্লিস্ট ক্লাব তাকে অভ্যর্থনা জানায়। এরপর তিনি সামান্য বিশ্রাম নিয়ে কয়েকজন সাইক্লিস্টের সাথে পবিত্র মক্কা নগরির উদ্দেশ্যে রওনা হন।

হজ্ব পালনের উদ্দেশ্যে মক্কায় পৌঁছুতে এত কষ্ট করার দৃষ্টান্ত এটাই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে বসনিয়ান এক মুসলিম ৫৯০০ কিলোমিটার পায়ে হেটে মক্কায় পৌঁছেছিলেন।#