আবনা ডেস্ক: ইউরোপে পাড়ি জমাতে নৌকায় করে সাগর পাড়ি দেওয়ার আগে লিবিয়া উপকূল থেক সাড়ে ছয় হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি'র।
উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীরা ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক। তারা লিবিয়ার সাবরাথা শহরের ২০ কিলোমিটার দূরবর্তী উপকূলে জড়ো হয়েছিল। সেখান থেকে চলাচলের উপযুক্ত নয় এমন ছোট ছোট নৌকায় করে সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিল তারা।
খবর পেয়ে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এবং বেসরকারি সংস্থা প্রঅ্যাকটিভা ওপেন আর্মস ও মেডিসিন সানস ফ্রন্টিয়ার্সেল সহযোগিতায় প্রায় ৪০টি অভিযান চালিয়ে এসব অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে নৌযানে তুলে নেয় ইতালির কোস্টগার্ড।#
সূত্র : Jugantor
মঙ্গলবার
৩০ আগস্ট ২০১৬
১:২৯:২৭ AM
775475

ইউরোপে পাড়ি জমাতে নৌকায় করে সাগর পাড়ি দেওয়ার আগে লিবিয়া উপকূল থেক সাড়ে ছয় হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।